আকাশসেবা সংস্থায় বিদেশী নিয়ন্ত্রণ নীতি নমনীয় করতে পারে ভারত

বণিক বার্তা ডেস্ক

স্থানীয় আকাশসেবা সংস্থাগুলোর বিদেশী নিয়ন্ত্রণ অনুমোদনের লক্ষ্যে একটি বিধি সংশোধনের কথা বিবেচনা করছে ভারত সরকার। বিষয়সংশ্লিষ্ট এক ব্যক্তি তথ্য জানিয়েছেন। পদক্ষেপের ফলে বিক্রির একাধিক ব্যর্থ চেষ্টার পর ঋণজর্জরিত জাতীয় আকাশসেবা সংস্থার জন্য সরকার বিদেশী ক্রেতা আকৃষ্ট করতে সফল হবে বলে ধারণা করা হচ্ছে। খবর হিন্দুস্তান টাইমস।

বিষয়সংশ্লিষ্ট ব্যক্তি জানান, ভারতের ডিপার্টমেন্ট ফর প্রমোশন অব ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড নভেম্বরের শুরুতে এক বৈঠকে বিমান চলাচল মন্ত্রণালয়ের কাছেউল্লেখযোগ্য মালিকানা কার্যকর নিয়ন্ত্রণসংক্রান্ত বিধিতে কোনো পরিবর্তন আনা সম্ভব কিনা জানতে চেয়েছিল।

বিধিটি অনুসারে, স্থানীয় আকাশসেবা সংস্থাগুলোর নিয়ন্ত্রণ কেবল ভারতীয়দের হাতেই থাকবে। বিদেশী কোম্পানিগুলোর ভারতের ঋণজর্জরিত জাতীয় আকাশসেবা সংস্থা এয়ার ইন্ডিয়া লিমিটেড কেনার ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, তার মধ্যে বিধি একটি।

উল্লেখযোগ্য মালিকানাসংক্রান্ত বিধি সংশোধন করা হলে বিদেশী স্টেকহোল্ডাররা স্থানীয় আকাশসেবা সংস্থাগুলো সম্পর্কে বড় সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন