আবরার ফাহাদ হত্যা

পলাতক চার আসামির সম্পত্তি ক্রোকের নির্দেশ

আদালত প্রতিবেদক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ (২২) হত্যা মামলার পলাতক চার আসামির সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়ে আগামী জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। গতকাল ঢাকার চতুর্থ অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. কায়সারুল ইসলাম আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে সহকারী পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দিন খান হিরণ বলেন, গত ১৮ নভেম্বর আদালত ওই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আসামিরা গ্রেফতার এড়াতে পলাতক রয়েছেন বলে গতকাল পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করেন। তাই আদালত আসামিদের সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন।

সম্পত্তি ক্রোকের আদেশ দেয়া আসামিরা হলেন মুহাম্মাদ মোর্শেদ-উজ-জামান মন্ডল ওরফে জিসান, এহতেশামুল রাব্বি ওরফে তানিমমোর্শেদ অমত্য ইসলাম মুজতবা রাফিদ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন