না.গঞ্জে চারটি অবৈধ ইটভাটা উচ্ছেদ

বণিক বার্তা প্রতিনিধি নারায়ণগঞ্জ

 নারায়ণগঞ্জের ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় অবস্থিত চারটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হয়েছে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসন পরিবেশ অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করে এসব ইটভাটা উচ্ছেদ করা হয় পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারটি ইটভাটা থেকে ১৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়

অভিযানের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা সুলতানা সময় বিপুলসংখ্যক পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে ভেকু দিয়ে চারটি ইটভাটার স্ট্রাকচার ভেঙে গুঁড়িয়ে দেয়া হয় একই সঙ্গে ইটভাটাগুলো কার্যক্রম বন্ধ রাখাতে মালিকদের নির্দেশনা দেয়া হয়

ইটভাটাগুলো হলো মো. শাহাবুদ্দিনের মালিকানাধীন এসবিএম ব্রিকফিল্ড, মো. তারা মিয়ার এমএসবি ব্রিকফিল্ড, মোহাম্মদ মনির হোসেনের এমএসবি ব্রিকফিল্ড বোরহান উদ্দিনের এসইউ ব্রিকফিল্ড

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা সুলতানা জানান, হাইকোর্টের নির্দেশে যেসব ইটভাটা আধুনিক পদ্ধতিতে গড়ে ওঠেনি এবং অবৈধভাবে তাদের কার্যক্রম চালিয়ে আসছে পরিবেশ অধিদপ্তর থেকে কয়েক দফা নোটিস দেয়ার পরও তারা তাদের ইটভাটার মান পরিবর্তন করেননি এসব ইটভাটাকে চিহ্নিত করে অভিযান চালানো হয়েছে গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে চারটি ইটভাটা উচ্ছেদ ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে একই সঙ্গে তাদের কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে

নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাঈদ আনোয়ার জানান, উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা প্রশাসন যৌথ উদ্যোগে দুদিন ধরে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটাগুলো চিহ্নিত করে অভিযান শুরু করেছে গত দুদিনে নয়টি ইটভাটাকে ২৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে একই সঙ্গে নয়টি ইটভাটা বন্ধ করে দেয়া হয়েছে

তিনি আরো জানান, নারায়ণগঞ্জে তিন শতাধিক ইটভাটা রয়েছে এর মধ্যে ৩০ শতাংশ ইটভাটা অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করছে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, এসব ইটভাটা আগামী ১৫ দিনের মধ্যে বন্ধ করে দেয়া হবে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন