তুরস্কের ইস্পাত রফতানি কমেছে

বণিক বার্তা ডেস্ক

তুরস্কের ইস্পাত রফতানিতে মন্দা ভাব বজায় রয়েছে। বছরের প্রথম ১০ মাসে (জানুয়ারি-অক্টোবর) শিল্প ধাতুটির রফতানি বাবদ দেশটি আয় করেছে হাজার ১৭০ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক শতাংশ কম। তুরস্কের বণিজ্য মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। খবর আজারনিউজ।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এর মধ্যে অক্টোবরে ২১ দশমিক শতাংশ কমে ইস্পাত রফতানিতে দেশটির আয় হয়েছে ১১০ কোটি ডলার।

রফতানির সঙ্গে এবার দেশটির ইস্পাত উৎপাদনেও মন্দা ভাব বজায় রয়েছে। ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের (ডব্লিউএসএ) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরে দেশটি মোট ২৭ লাখ টন ইস্পাত উৎপাদন করেছে, যা আগের বছরের একই মাসের তুলনায় ১৫ শতাংশ কম।

এদিকে ইসরায়েলে শিল্প ধাতুটির রফতানি বাড়িয়েছে তুরস্ক। চলতি বছরের প্রথম ১০ মাসে ইসরায়েলে ইস্পাত রফতানি বাবদ ৭৬ কোটি লাখ ডলার আয় করেছে দেশটি, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৬৩ শতাংশ বেশি। 

তুরস্ক থেকে এবার ইসরায়েলে সামগ্রিকভাবে ইস্পাত রফতানি বেড়েছে। তবে অক্টোবরে ধাতুটির রফতানি কমেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন