২০২০ সাল

ব্রাজিলের ভুট্টা রফতানি কমার পূর্বাভাস

বণিক বার্তা ডেস্ক

বিশ্বের অন্যতম শীর্ষ ভুট্টা রফতানিকারক দেশ ব্রাজিল। তবে অভ্যন্তরীণ চাহিদা বাড়ার জেরে আগামী বছর দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যটির রফতানি কমতে পারে। ডাচ বহুজাতিক ব্যাংকিং আর্থিক সেবা প্রতিষ্ঠান রাবোব্যাংক সম্প্রতি পূর্বাভাস করেছে। খবর বিজনেস রেকর্ডার।

রাবোব্যাংকের তথ্য অনুযায়ী, আগামী বছর ব্রাজিলে কর্ন ইথানল উৎপাদন পশুখাদ্য হিসেবে ভুট্টার ব্যবহার বাড়বে। এতে দেশটিতে পণ্যটির চাহিদা বাড়বে চলতি বছরের তুলনায় শতাংশ। এদিকে অভ্যন্তরীণ চাহিদা বাড়ায় দেশটি থেকে কৃষিপণ্যটির রফতানি কমবে। ফলে বিশ্বের অন্যান্য শীর্ষ ভুট্টা রফতানিকারক দেশের বাজার চাঙ্গা হয়ে উঠবে বলে মনে করছেন প্রতিষ্ঠানটির শস্য বিশ্লেষক ভিক্টর ইকেদা।

তিনি বলেন, আগামী বছর দেশটিতে ভুট্টার চাহিদা বেড়ে কোটি ৮০ লাখ টনে পৌঁছতে পারে। এর মধ্যে শুধু কর্ন ইথানল উৎপাদনেই পণ্যটির চাহিদা দাঁড়াতে পারে ২৫ লাখ টন। সময় ব্রাজিলের কয়েকটি নতুন ইথানল প্রকল্প উৎপাদন শুরু করবে।

চাহিদা বাড়ার জেরে দেশটি থেকে ভুট্টার রফতানি কমতে পারে এক কোটি টন। চলতি বছর দেশটি চার কোটি টন ভুট্টা রফতানি করে রেকর্ড করে। রাবোব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, আগামী বছর দেশটি থেকে তিন কোটি টনের মতো ভুট্টা রফতানি হতে পারে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন