শেয়ার বেচবেন আলিফ ইন্ডাস্ট্রিজের পরিচালক

নিজস্ব প্রতিবেদক

আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অন্যতম পরিচালক মো. আজিমুল ইসলাম তার হাতে থাকা কোম্পানির কোটি ১৬ লাখ ২৪ হাজার ৭৩৪টি শেয়ারের মধ্যে লাখ ৪১ হাজার ৭০০ শেয়ার বিক্রি করবেন। ৩০ কার্যদিবসের মধ্যে পাবলিক মার্কেটে বিদ্যমান বাজারদরে পরিমাণ শেয়ার বেচবেন তিনি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।

২০১৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত আলিফ ইন্ডাস্ট্রিজের অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা। বর্তমানে পরিশোধিত মূলধন ৪১ কোটি ৩৫ লাখ ৭০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা কোটি ১৩ লাখ ৫৬ হাজার ৭০০। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩৬ দশমিক ১১ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১০ দশমিক সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ৫৩ দশমিক ৩৯ শতাংশ শেয়ার রয়েছে।

৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১০ শতাংশ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে আলিফ ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ। এর মধ্যে শতাংশ নগদ বাকি শতাংশ স্টক লভ্যাংশ। ১৮ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় রাজধানীর গুলশান ক্লাবে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে টাকা ৭৪ পয়সা। ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৮৩ পয়সা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন