ফেসঅ্যাপ ব্যবহারকারীদের সতর্ক করল এফবিআই

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের শুরুর দিকে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল ফেসঅ্যাপ। পাশাপাশি অ্যাপটির কারণে সম্ভাব্য নিরাপত্তা হুমকি নিয়েও ওইসময় প্রশ্ন উঠেছিল। নিরাপত্তা হুমকিগুলো  খতিয়ে দেখতে গোয়েন্দাদের প্রতি আহ্বান জানিয়েছিলেন মার্কিন সিনেটর চাক শুমার। এতদিন পর এসে দেশটির গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) জানিয়েছে, ফেসঅ্যাপসহ কয়েকটি রুশ মোবাইল অ্যাপ্লিকেশন গোয়েন্দা কার্যক্রমের উদ্দেশে বানানো হয়েছে। এজন্য ধরনের অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর বিবিসি সিএনএন।

ফেসঅ্যাপ নিয়ে তুমুল বিতর্কের জের ধরে গত জুলাইয়ে তদন্তের দাবি তোলেন মার্কিন সিনেটের মাইনরিটি লিডার চাক শুমার। এতদিন ইস্যুটি নিয়ে গোপনে তদন্ত করেছে এফবিআই। সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চাক শুমারকে একটি চিঠি দেয়া হয়েছে। এতে এফবিআই ফেসঅ্যাপসহ কয়েকটি রুশ অ্যাপের গোয়েন্দা সংশ্লিষ্টতার বিষয়টি উল্লেখ করেছে। এফবিআই জানিয়েছে, এসব অ্যাপ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা লাখো ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য হুমকি।

এফবিআইয়ের পক্ষ থেকে ধরনের মনোভাব প্রকাশ্যে আসার পর ফেসঅ্যাপ কর্তৃপক্ষ কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এদিকে ফেসঅ্যাপের পর সম্প্রতি চীনা অ্যাপ টিকটক নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপটি চীন সরকারের হয়ে কাজ করছে কিনা, তা খতিয়ে দেখতে চান মার্কিন আইনপ্রণেতারা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন