ট্রাম্পের ৩০০ বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে ইউটিউব গুগল

বণিক বার্তা ডেস্ক

২০২০ সালের নির্বাচনে লড়ছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে অনলাইন প্রচারণায় নেমেছে ট্রাম্প শিবির। নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরুর প্রাক্কালে অনলাইন থেকে ট্রাম্পের প্রচারণামূলক তিন শতাধিক বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে ইউটিউব গুগল। ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুশান ওজেসিককি তথ্য জানিয়েছেন। খবর বিবিসি সিবিএস।

সিবিএসের ৬০ মিনিটস অনুষ্ঠানে অংশ নিয়ে ইউটিউব প্রধান বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারণামূলক ৩০০-এর বেশি অনলাইন কনটেন্ট ইউটিউব গুগল থেকে সরিয়ে নেয়া হয়েছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত এসব অনলাইন বিজ্ঞাপন সরানো হয়েছে। তবে এর পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি তিনি। ধারণা করা হচ্ছে, নির্বাচনের আগে রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখতে প্রাতিষ্ঠানিক নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় এসব নির্বাচনী বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে ইউটিউব গুগল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন