ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ভবনের কাছে গ্রেনেড বিস্ফোরণ

বণিক বার্তা ডেস্ক

 ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কেন্দ্রে প্রেসিডেন্সিয়াল ভবনের কাছে গতকাল বোমা বিস্ফোরণে দুজন সেনাসদস্য আহত হয়েছেন জাকার্তার পুলিশপ্রধান বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছেন ন্যাশনাল মনুমেন্ট পার্কে বিস্ফোরিত বোমা দুটি স্মোক গ্রেনেড বলে সন্দেহ করা হচ্ছে খবর রয়টার্স

বিস্ফোরণের সময় প্রেসিডেন্ট জোকো উইডোডো ভবনে ছিলেন না বলে প্রেসিডেন্সিয়াল ভবনের এক মুখপাত্র জানিয়েছেন বিস্ফোরণটি কোনো জঙ্গি হামলা কিনা তাত্ক্ষণিকভাবে তা জানা যায়নি তবে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম অধ্যুষিত দেশটিকে সাম্প্রতিক বছরগুলোয় স্থানীয় জঙ্গিদের ক্রমবর্ধমান হামলার মোকাবেলা করতে হচ্ছে

জাকার্তা পুলিশ প্রধান গাতোত এডি প্রামানো জানান, গতকাল স্থানীয় সময় সকাল ৭টা ১৫ মিনিটে পার্কের উত্তরদিকে বিস্ফোরণ ঘটে

বিস্ফোরণের সময় আহত সেনাসদস্য দুজন অনুশীলন করছিলেন বলে জাকার্তার সেনাপ্রধান ইকো মারগিয়োনো জানিয়েছেন আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে যোগ করেন তিনি

মারগিয়োনো বলেন, ঘটনাস্থলে একটি স্মোক গ্রেনেড পাওয়া গেছে মুহূর্তে আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি হামলার কারণ সম্পর্কে প্রশ্নের উত্তর সেনাপ্রধান বলেন, এখনো আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাইনি

হামলার ঘণ্টা পরই কর্তৃপক্ষ পার্কটি পুনরায় খুলে দেয় ইন্দোনেশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান কার্যালয়ের উল্টো পাশেই পার্কটির অবস্থান

গত মাসে মেদান শহরে পুলিশ দপ্তরের বাইরে ২৪ বছর বয়সী এক শিক্ষার্থী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দিলে ছয়জন আহত হন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন