রেকর্ড ষষ্ঠ ব্যালন ডি’অর জিতলেন মেসি

বণিক বার্তা অনলাইন

রেকর্ড ষষ্ঠবারের মতো ফুটবলে ব্যক্তিগত পুরস্কারের ক্ষেত্রে সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যালন ডি’অর জিতলেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। এবছর এই রেসে তিনি পেছনে ফেলেছেন লিভারপুলের ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক ও জুভেন্টাসের ক্রিস্টিয়ানো রোনালদোকে।

সোমবার ফ্রান্সের প্যারিসে এক জমকালো অনুষ্ঠানে মেসির হাতে তুলে দেওয়া হয় ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’  পুরস্কারটি। এতদিন সম্মানজনক এই পুরস্কার জয়ের রেকর্ড ছিল যৌথভাবে মেসি ও রোনালদোর, এবারের জয়ে পর্তুগিজ তারকার রোনালদোকে পেছনে ফেললেন আর্জেন্টাইন মেসি। 

নারী ফুটবলের ব্যালন ডি’অর জিতেছেন যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ফরোয়ার্ড মেগান র‌্যাপিনো।

আর সেরা অনূর্ধ্ব-২১ ফুটবলারের পুরস্কার ‘কোপা অ্যাওয়ার্ড’ পেয়েছেন এই মৌসুমে আয়াক্স থেকে ইউভেন্তুসে যোগ দেওয়া মাটাইস ডি লিখট। ডাচ এই ডিফেন্ডারের হাতে পুরস্কারটি তুলে দেন গতবারের বিজয়ী ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।

আর ‘ফ্রান্স ফুটবল’-এর পক্ষ থেকে প্রথমবারের মতো দেওয়া সেরা গোলরক্ষকের পুরস্কার ‘ইয়াশিন ট্রফি’ জিতেছেন লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও ব্রাজিলের হয়ে কোপা আমেরিকা জেতা আলিসন। তার হাতে পুরস্কারটি তুলে দেন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কি।

মেসির হাতেই ব্যালন ডি’অর?

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন