৯৭ কোটি টাকা আত্মসাৎ

সাতজনের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

জালিয়াতি, মিথ্যা তথ্য জাল দলিল দাখিল করে ৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দ্য কো-অপারেটিভ ইউনিয়ন লীগ অব বাংলাদেশের (কালব) সাবেক চেয়ারম্যান সাইমন প্যারেরাসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) গতকাল দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-- মামলাটি দায়ের করেন সংস্থার উপসহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম। সমবায় সমিতির আড়ালে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে আসামিরা ২০১৫ সাল থেকে চলতি বছরের নভেম্বর পর্যন্ত অর্থ আত্মসাৎ করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন কালবের সাবেক মহাব্যবস্থাপক রতন এফ কস্তা, আরিয়ান কেমিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর শরীফ, স্বপ্নীল ট্রেডিং করপোরেশনের মালিক মো. জুবাইদুর রহমান, শহীদ ট্রেডিং করপোরেশনের মালিক গাজী শহীদ, হাসান ট্রেডিং করপোরেশনের মালিক হাসান মোড়ল মামুন এন্টারপ্রাইজের মালিক মাসুম বিল্লাল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন