নোয়াখালীতে প্রথমবারের মতো টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু

বণিক বার্তা প্রতিনিধি নোয়াখালী

 নোয়াখালীতে প্রথমবারের মতো খোলা বাজারে পেঁয়াজ বিক্রি শুরু করেছেন টিসিবির ডিলাররা গতকাল দুপুর থেকে প্রতি কেজি ৪৫ টাকা দরে জেলা শহর মাইজদীর শিল্পকলা একাডেমি চৌমুহনীতে পেঁয়াজ বিক্রি শুরু হয়

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে পাঁচ টন পেঁয়াজ বরাদ্দ হয় নোয়াখালীর জন্য টিসিবির ডিলারদের মাধ্যমে একদিন পরপর পিকআপ ভ্যানে করে পেঁয়াজ বিক্রি করা হবে একজন ক্রেতা সর্বোচ্চ এক কেজি পেঁয়াজ কিনতে পারবেন যতদিন মজুদ থাকবে, ততদিন পর্যন্ত খোলা বাজারে পেঁয়াজ বিক্রি অব্যাহত থাকবে

গতকাল জেলা শিল্পকলা একাডেমিতে খোলা বাজারে পেঁয়াজ কিনতে এসে ক্রেতারা জানান, সম্প্রতি বাজারে পেঁয়াজের দামের ঊর্ধ্বগতি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তদের দুর্ভোগে ফেলে দিয়েছে প্রশাসন বিভিন্ন সময় বাজার নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করলেও নোয়াখালীতে এখনো প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকায় অনেক দেরিতে হলেও প্রশাসনের উদ্যোগে খোলা বাজারে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু হওয়ায় তারা খুশি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন