প্রণোদনা মিলবে এমএফএসের মাধ্যমে বিতরণকৃত রেমিট্যান্সেও

নিজস্ব প্রতিবেদক

বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠালে ২ শতাংশ প্রণোদনা পাচ্ছেন প্রবাসীরা। চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হওয়া সরকারের এ উদ্যোগ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাবের মাধ্যমে বিতরণকৃত রেমিট্যান্সের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

তবে সরাসরি নগদ সহায়তা মিলবে এমএফএসের মাধ্যমে সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার টাকা পাঠানোর ক্ষেত্রে। এর বেশি পরিমাণ রেমিট্যান্স মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠালে সে অর্থের প্রণোদনা পাওয়ার জন্য প্রেরকের নিয়োগপত্রসহ সংশ্লিষ্ট কাগজপত্র ব্যাংকে জমা দিতে হবে। মূল ব্যাংকিং চ্যানেলে পাঠানো অর্থের ক্ষেত্রে সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত সরাসরি নগদ সহায়তা প্রাপ্তির নীতি এরই মধ্যে জারি করা হয়েছে।

গতকাল কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের মহাব্যবস্থাপক মো. মেজবাউল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রেমিট্যান্সের অর্থ ব্যতীত অন্য সব এমএফএস লেনদেনের ক্ষেত্রে পেমেন্ট সিস্টেম বিভাগ থেকে গত ১৯ মে জারীকৃত প্রজ্ঞাপনের নীতিগুলো অনুসরণ করতে হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন