অবৈধভাবে বালি উত্তোলন

সোনারগাঁয় টাকা ভাগাভাগি নিয়ে বিরোধে যুবক খুন

বণিক বার্তা প্রতিনিধি নারায়ণগঞ্জ

 নারায়ণগঞ্জের সোনারগাঁয় অবৈধভাবে বালি উত্তোলনের টাকার ভাগ নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষে এক যুবক নিহত আরো পাঁচজন আহত হন গত রোববার রাত সাড়ে ১১টার দিকে সোনারগাঁর বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার আমিরাবাদ এলাকায় ঘটনা ঘটে নিহতের নাম জাকির হোসেন তিনি বৈদ্যেরবাজার ইউনিয়নের টেকপাড়া আমিরাবাদ গ্রামের মৃত আরজ আলীর ছেলে খবর পেয়ে পুলিশ গতকাল সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবলীগ সভাপতি নবী হোসেন নুর মিয়ার ছেলে আমির হোসেনের নেতৃত্বে দীর্ঘদিন ধরে মেঘনা নদী থেকে অবৈধ বালি উত্তোলন করছে ২০-২৫ জনের একটি চক্র বালি উত্তোলনের টাকার ভাগাভাগি নিয়ে গত রোববার রাত সাড়ে ১১টার দিকে নবী হোসেন আমির হোসেনের অনুসারীদের মধ্যে বিরোধ দেখা দেয় এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র দা, রাম দা, টেঁটা, বল্লম, লোহার রড নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে ঘটনার পর আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এর মধ্যে আমির হোসেন পক্ষের মো. জাকির হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাত্ক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, অবৈধভাবে বালি উত্তোলনের টাকার ভাগবাটোয়ারা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে জাকির হোসেন নিহত হয়েছেন ঘটনায় আহত পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন খবর পেয়ে পুলিশ গত রোববার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে গতকাল জাকিরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়

ওসি আরো জানান, ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে আশা করছি, দ্রুতই অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা যাবে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন