কুবির ভর্তি পরীক্ষা

ওএমআরে ভুলে মেধাতালিকায় ১২তম অনুপস্থিত শিক্ষার্থী

বণিক বার্তা প্রতিনিধি কুবি

 ওএমআর ফরম পূরণে এক শিক্ষার্থীর ভুলের কারণে ভর্তি পরীক্ষা না দিয়েও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বি ইউনিটের মেধাতালিকায় স্থান পেয়েছে অনুপস্থিত এক শিক্ষার্থী এমন তথ্যই জানিয়েছেন ওই ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির সদস্যরা তারা জানিয়েছেন, জালিয়াতি নয়, ওএমআর ফরমে রোল নম্বরের ঘর পূরণের সময় -এর স্থলে পূরণ করায় এমনটি ঘটেছে

জানা গেছে, গত নভেম্বর কুবির কলা মানবিক, সামাজিক বিজ্ঞান আইন অনুষদ নিয়ে গঠিত বি ইউনিটের লিখিত ভর্তি অনুষ্ঠিত হয় পরে প্রকাশিত ফলাফলে দেখা যায়, এতে ১২তম হয়েছেন ২০৬০৫০ রোলধারী ভর্তিচ্ছু শিক্ষার্থী আসন পরিকল্পনা অনুযায়ী তার পরীক্ষা কেন্দ্র ছিল কোটবাড়ির টিচার্স ট্রেনিং কলেজ তবে কেন্দ্রটিতে ওইদিন ২০৬০৫০ রোলধারী অনুপস্থিত ছিলেন পরীক্ষা হলের উপস্থিতির তালিকায় তার স্বাক্ষরও নেই তালিকায় তার নাম দেয়া আছে মো. সাজ্জাতুল ইসলাম ফলাফল তৈরি হওয়ার পর সংশ্লিষ্ট ইউনিটের প্রবেশপত্র যাচাই-বাছাই কমিটি মেধাতালিকায় স্থান পাওয়া প্রত্যেক পরীক্ষার্থীর প্রবেশপত্রের কপি যাচাই-বাছাই করে তবে সাজ্জাতুল ইসলামের প্রবেশপত্র পাওয়া যায়নি তিনি মৌখিক সাক্ষাত্কারেও অংশ নেননি নিয়ে গত ৩০ নভেম্বর বণিক বার্তায় ভর্তি পরীক্ষা না দিয়েই মেধাতালিকায় ১২তম শিরোনামে সংবাদ প্রকাশিত হয় পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি কার্যক্রম স্থগিত ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে

ভর্তি পরীক্ষা কমিটির সদস্যরা জানান, পরীক্ষার্থীদের উপস্থিতির তালিকা, স্বাক্ষর উত্তরপত্র পর্যালোচনা করে দেখা গেছে, টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে ২০৬১৫০ রোলধারী শিক্ষার্থী মো. আলী মোস্তাকিন পরীক্ষায় অংশগ্রহণ করলেও তার উত্তরপত্র নেই উপস্থিতির তালিকায় তার স্বাক্ষরও রয়েছে পরে জানা যায়, মো. আলী মোস্তাকিন নিজের উত্তরপত্রের ওএমআরে রোল নম্বরের ঘর পূরণের সময় -এর স্থলে ভরাট করেন ওই কক্ষের দায়িত্বে থাকা পরিদর্শকের অসতর্কতায় বিষয়টি ধরা না পড়ায় উত্তরপত্রটি ভুলভাবেই মূল্যায়িত হয় এতে ২০৬১৫০ রোলধারী ভর্তিচ্ছু মো. আলী মোস্তাকিন পরীক্ষায় অংশগ্রহণ করলেও তার বদলে মেধাতালিকায় সাজ্জাতুল ইসলামের রোল ২০৬০৫০ স্থান পায়

বি ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক . মাসুদা কামাল বলেন, একজন পরীক্ষার্থীর ভুলে এমনটি হয়েছে

কুবির উপাচার্য অধ্যাপক . এমরান

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন