জলবায়ু সংকট নিয়ে হয় আশা নয় আত্মসমর্পণের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

বণিক বার্তা ডেস্ক

 জলবায়ু সংকট ঘনীভূত হওয়ার মধ্যেই স্পেনের রাজধানী মাদ্রিদে দুই সপ্তাহব্যাপী বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাজনৈতিক নেতা জলবায়ু কূটনীতিকরা ইউএন কপ-২৫ জলবায়ু সম্মেলনের উদ্বোধনীতে জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস জলবায়ু পরিবর্তন মোকাবেলায় রাজনৈতিক সদিচ্ছা জোরদারের আহ্বান জানিয়েছেন খবর এএফপি বিবিসি

গুতেরেস বলেন, সভ্যতার জন্য হুমকি হয়ে ওঠা জলবায়ু সংকট মোকাবেলায় মানবতাকে আশা আত্মসমর্পণের মধ্যে যেকোনো একটি বেছে নিতে হবে তিনি বলেন, একটি পথ হলো হেরে যাওয়ার, যেখানে আমরা অবুঝের মতো না ফেরার বিন্দু পার করে যেতে পারি, এই গ্রহের প্রত্যেকের স্বাস্থ্য সুরক্ষাকে ঝুঁকির মুখে ফেলতে পারি আমরা কি এমন একটি প্রজন্ম হিসেবেই নিজেদের স্মরণীয় করতে চাই, যারা নিজেরাই নিজেদের বিপদ ডেকে এনেছে? নিরোর মতো পৃথিবী যখন পুড়ছিল তখন বাঁশি বাজাচ্ছিল?

আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে এরই মধ্যে আফ্রিকার কোটি কোটি শিশু খাদ্যাভাবে রয়েছে সংস্থাটির হিসাবে, সাইক্লোন খরার কারণে কোটি ৩০ লাখ মানুষ খাদ্যনিরাপত্তাহীনতায় রয়েছে

মূলত মানুষের কর্মকাণ্ড থেকে কার্বন ডাই-অক্সাইডের মতো নির্গত গ্রিনহাউজ গ্যাসের কারণে পৃথিবীপৃষ্ঠের গড় তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাচ্ছে

সম্মেলনে গুতেরেস জলবায়ু সংকট আসন্ন উল্লেখ করে বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় রাজনৈতিক নেতাদের সাড়া দিতে হবে তিনি বলেন, আসন্ন ১২ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ২০৫০ সাল নাগাদ নিরপেক্ষ কার্বন স্তরে পৌঁছার জন্য আমাদের তাত্ক্ষণিকভাবে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ হ্রাস শুরু করতে হবে আর এর জন্য দেশগুলোর কাছ থেকে আরো উচ্চাকাঙ্ক্ষী প্রতিশ্রুতি নিশ্চিত করতে হবে, বিশেষ করে প্রধান কার্বন নিঃসরণকারী দেশগুলো থেকে

জাতিসংঘের মহাসচিব বলেন, আর এজন্য আমাদের কেবল খনন ড্রিলিং বন্ধ করতে হবে একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি প্রাকৃতিক সমাধানের যে ব্যাপক সম্ভাবনা রয়েছে, তার সুবিধা কাজে লাগাতে হবে

উল্লেখ্য, স্পেনে অনুষ্ঠিত দুই সপ্তাহব্যাপী আলোচনায় অন্তত ২৯ হাজার মানুষ উপস্থিত থাকবে বলে আশা করা হচ্ছে

এদিকে জলবায়ু সম্মেলনের সময় নতুন পরিসংখ্যান প্রকাশ করেছে ওয়ার্ল্ড মিটিওরলজিক্যাল অর্গানাইজেশন (ডব্লিউএমও) পরিসংখ্যানে গত পাঁচ বছরকে ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর হিসেবে উল্লেখ করে সংস্থাটি জানিয়েছে, বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের ঘনত্ব এমন পর্যায়ে পৌঁছেছে, যা গত ৩০ থেকে ৫০ লাখ বছরের মধ্যে দেখা যায়নি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন