উৎসব শেষে ফের গাড়ি বিক্রিতে ভাটা

টানা ১১ মাস বিক্রি কমার পর উৎসব মৌসুমে চাহিদা বাড়ায় অক্টোবরে কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল ভারতের গাড়ি খাত। কিন্তু উৎসব মৌসুম শেষ হতেই নভেম্বরে ফের বিক্রি কমেছে। গত বছরের একই সময়ের তুলনায় নভেম্বরে ভারতের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা কোম্পানি মারুতি-সুজুকির বিক্রি কমেছে শতাংশ। টাটা মোটরসের বিক্রি কমেছে ৩৯ শতাংশ, হোন্ডার কমেছে ৫০ শতাংশ মাহিন্দ্রার ১০ শতাংশ। তবে হুন্দাইয়ের সার্বিক বিক্রি বেড়েছে শতাংশ। দেশটির গাড়ি ডিলারদের সংগঠন ফাডা জানিয়েছে, ৪২ দিনের উৎসব মৌসুম বিভিন্ন ছাড়ের কারণে অক্টোবরে বিক্রি বেড়েছিল। বিশ্লেষকরা বলছেন, নভেম্বরের আগেই উৎসবের মৌসুম ছাড়ের সুবিধা শেষ হয়েছে। অন্যদিকে অর্থনীতির সার্বিক অবস্থায় উৎসবের পরই ফের খরচ কমিয়ে দিয়েছে সাধারণ মানুষ। সবকিছু গাড়ি বিক্রির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন