চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন ১৩ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম- আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে ১৩ জানুয়ারি। গতকাল বিকালে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়া যাবে ১২ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৫ ডিসেম্বর প্রত্যাহারের শেষ সময় ২২ ডিসেম্বর। নির্বাচনে ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)

গত নভেম্বর ভারতের বেঙ্গালুরুর নারায়ণ হূদ?রোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মঈন উদ্দীন খান বাদল। তার বয়স হয়েছিল ৬৭ বছর। মঈন উদ্দীন খান বাদলের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামে। তিনি চট্টগ্রামের বোয়ালখালী-চান্দগাঁও (চট্টগ্রাম-) আসনের সংসদ সদস্য ছিলেন। দুই বছর আগে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এছাড়া তিনি হূদেরাগেও ভুগছিলেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন মঈন উদ্দীন খান বাদল। আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দল গঠনেও তার ভূমিকা ছিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন