সংবাদ সম্মেলনে সাফা প্রেসিডেন্ট

বাংলাদেশকে রফতানি বহুমুখীকরণ করতে হবে

নিজস্ব প্রতিবেদক

সরকারি-বেসরকারি অংশীদারিত্বে বাংলাদেশের বিভিন্ন বড় প্রকল্পে বিদেশী বিনিয়োগের সুযোগ রয়েছে। দেশের মোট রফতানির ৮০ শতাংশই আসে তৈরি পোশাক থেকে। তাই তৈরি পোশাকের পাশাপাশি অন্যান্য খাতের রফতানি বহুমুখীকরণ করতে হবে বলে জানিয়েছেন দক্ষিণ এশিয়ার হিসাববিদদের সংগঠন সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) প্রেসিডেন্ট জগন মোহন রাও। তিনি গতকাল ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) কর্তৃক আয়োজিতবিদেশী বিনিয়োগ করপোরেট সুশাসনশীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে সময় আরো উপস্থিত ছিলেন আইসিএবির প্রেসিডেন্ট এফ নেছারউদ্দিন, পর্ষদ সদস্য মো. হুমায়ুন কবির, ভারত, পাকিস্তান, নেপাল শ্রীলংকার হিসাববিদদের সংগঠনের প্রতিনিধিরা।

সাফা প্রেসিডেন্ট জগন মোহন রাও বলেন, ভারত চীনের মতো বাংলাদেশ একটি প্রতিশ্রুতিশীল অর্থনীতি। যার অভ্যন্তরীণ বাজার অনেক বড়, তুলনামূলক সস্তা শ্রম, উপযোগী সমৃদ্ধ বন্দর, দীর্ঘমেয়াদি কর রেয়াত সুবিধা, অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের বিভিন্ন সুবিধা, শতাধিক অর্থনৈতিক অঞ্চল গঠন এবং আঞ্চলিক বাজারগুলোতে সহজ প্রবেশাধিকারসহ বাংলাদেশ বিনিয়োগের একটি উপযুক্ত স্থান। এখানে বিদেশী বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে।

সংবাদ সম্মেলনে আইসিএবির প্রেসিডেন্ট এফ নেছারউদ্দিন বলেন, বিদেশী বিনিয়োগকারীদের জন্য সরকার মুনাফা মূলধন ফিরিয়ে নেয়ার সুযোগের মতো বেশকিছু প্রণোদনা দিয়েছে। তাছাড়া বাংলাদেশে উপযুক্ত শ্রমবাজার পাওয়ায় সুযোগ আছে। দেশ এখন বড় ধরনের প্রযুক্তিভিত্তিক শিল্প স্থাপনের জন্য প্রস্তুত। তাই বাংলাদেশে এখনই বিনিয়োগের উপযুক্ত সময়। ব্যবসা সহজীকরণ সূচকে বাংলাদেশ গত বছরের তুলনায় কয়েক ধাপ এগিয়েছে। তাই এখানে শিল্প অবকাঠামো উন্নয়নে বিনিয়োগের সুযোগ আছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন