ডেভনেটের সঙ্গে যৌথ উদ্যোগে সুহৃদ ইন্ডাস্ট্রিজ

নিজস্ব প্রতিবেদক

ব্যবসা সম্প্রসারণে ডেভনেট লিমিটেডের সঙ্গে জয়েন্ট ভেঞ্চার কনসোর্টিয়াম (জেভিসি) গঠনের বিষয়ে অনুমোদন দিয়েছে সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ। উপলক্ষে কোম্পানি দুটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ডেভনেট-সুহৃদ জেভিসি মূলত দেশে বৈশ্বিকভাবে আইটি, আইটিইএস, -গভর্ন্যান্স, সফটওয়্যার, ডিজিটাইজেশন অটোমেশন ব্যবসা পরিচালনা করবে। এক্ষেত্রে উভয় কোম্পানি ব্যবসার মুনাফা সমানভাবে ভাগ করে নেবে বা পারস্পরিক সম্মতির মুনাফার অনুপাত নির্ধারিত হবে। ১৯৮৪ সালের আয়কর আইন অনুযায়ী, ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটি ব্যবসায় কর অব্যাহতি সুবিধা ভোগ করবে।

উল্লেখ্য, ডেভনেট লিমিটেড ডকুমেন্ট, কন্টেন্ট রেকর্ড ব্যবস্থাপনা অটোমেশনের ব্যবসা পরিচালনা করে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সুহূদ ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৮ পয়সা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন