প্রবল বর্ষণে তামিলনাড়ুতে ৫ জনের প্রাণহানি

বণিক বার্তা ডেস্ক

ভারতের তামিলনাড়ু রাজ্যে দুদিনের প্রবল বর্ষণে অন্তত পাঁচজনের প্রাণহানি হয়েছে। গতকাল চেন্নাইর আঞ্চলিক আবহাওয়া দপ্তর আরো দুদিন বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে তামিলনাড়ুর সাতটি উপকূলীয় অঞ্চলেঅরেঞ্জ অ্যালার্টজারি করেছে। খবর হিন্দুস্তান টাইমস।

সতর্কতা জারির সময় আইএমডির চেন্নাই আঞ্চলিক কেন্দ্র জানায়, নিম্নচাপের কারণে তামিলনাড়ুর সাতটি জেলা এবং কেন্দ্রীয় অঞ্চলের পুদুচেরি করাইকলে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। রিজিওনাল মিটিওরোলজিক্যাল সেন্টারের (আরএমসি) পরিচালক পুবিয়ারাসান জানান, ২৪ ঘণ্টায় সাথানকুলাম শহরে ১৯ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তিনি বলেন, লাক্ষাদ্বীপের কাছে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় দক্ষিণ-পূর্ব আরব সাগরে ঝড়ের আশঙ্কা রয়েছে। কারণে মত্স্যজীবীদের আগামী কয়েকদিন সাগরে না যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

এদিকে প্রবল বৃষ্টিপাতে বাড়ি ধসে বিভিন্ন জেলায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। এর বাইরে শনিবার ভারি বর্ষণের মধ্যে টু-হুইলার দুর্ঘটনায় একজন বৃষ্টির পানিতে ডুবে একজন প্রাণ হারিয়েছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন