২৫ কোটি ডলারে সেমিকন্ডাক্টর বিভাগ বেচতে চায় প্যানাসনিক

বণিক বার্তা ডেস্ক

জাপানভিত্তিক বহুজাতিক ইলেকট্রনিকস কোম্পানি প্যানাসনিক লোকসানে থাকা সেমিকন্ডাক্টর ব্যবসা বিভাগ ২৫ কোটি ডলারে তাইওয়ানভিত্তিক নুভটন টেকনোলজির কাছে বিক্রি করতে চায়। নিয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে আলোচনা চলমান। খবর রয়টার্স।

২০২২ সালের মধ্যে ৯২ কোটি ডলার ব্যয় সংকোচনের লক্ষ্যে কাজ করছে প্যানাসনিক। এরই অংশ হিসেবে লোকসানে থাকা সেমিকন্ডাক্টর ব্যবসা বিভাগ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া উৎপাদন ফ্যাসিলিটি একীভূতকরণ এবং লোকসানে থাকা আরো কয়েকটি ব্যবসা বিভাগ ঢেলে সাজাতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

প্যানাসনিক চিপ ব্যবসা থেকে নিজেদের অনেকটাই গুটিয়ে নিয়েছে। বৈশ্বিক চিপ বাজারে উত্থান-পতন এবং কোরিয়া তাইওয়ানের প্রতিদ্বন্দ্বীদের কারণে সৃষ্ট তীব্র প্রতিযোগিতায় টিকতে না পেরে চিপ ব্যবসাকে বিদায় জানাতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ২০২০ সালের জুন নাগাদ অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হতে পারে। একই সময়ের মধ্যে অধিগ্রহণের অর্থ পরিশোধ করা হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন