২ কোটি যাত্রীবাহী গাড়ি বিক্রি মারুতি সুজুকির

বণিক বার্তা ডেস্ক

ভারতের বাজারে দুই কোটি যাত্রীবাহী গাড়ি বিক্রির রেকর্ড স্পর্শ করেছে মারুতি সুজুকি। শনিবার তথ্য জানায় ভারতের বৃহত্তম গাড়ি নির্মাতা কোম্পানিটি। খবর পিটিআই।

মারুতি সুজুকি ইন্ডিয়া (এমএসআই) এক বিবৃতিতে জানায়, ৩৭ বছরের মধ্যে মাইলফলক স্পর্শ করল কোম্পানিটি। ১৯৮৩ সালের ১৪ ডিসেম্বর আইকনিক মারুতি ৮০০ বিক্রির মাধ্যমে গাড়ি বিক্রির সূচনা করেছিল ভারতীয় কোম্পানি।

কোম্পানিটি জানায়, প্রথম এক কোটি গাড়ি বিক্রিতে তাদের যেখানে প্রায় ২৯ বছর লেগেছিল, সেখানে পরবর্তী এক কোটি গাড়ি বিক্রিতে মাত্র আট বছর লেগেছে।

মাইলফলক অর্জন করার বিষয়ে এমএসআইয়ের ব্যবস্থাপনা পরিচালক সিইও কেনাইচি আয়ুকাওয়া বলেন, আমরা নতুন রেকর্ডে অত্যন্ত আনন্দিত। মাইলফলক স্পর্শের সংবাদটি মারুতি সুজুকিসহ আমাদের সাপ্লায়ার ডিলার অংশীদারদের জন্যও বিশাল অর্জন।

এমএসআই জানায়, তারা সিএনজিচালিত গাড়ির পাশাপাশি অত্যাধুনিক হাইব্রিড গাড়িও বাজারে আনছে। একই সঙ্গে নির্ধারিত সময়ের অনেক আগেই বিএস৬ মডেলের আটটি গাড়ি বাজারে ছেড়েছে।

ভারতীয় বাজারকে উদ্দেশ্য করে প্যারেন্ট কোম্পানি সুজুকি মোটর করপোরেশনের সঙ্গে মিলে একটি ছোট ইভি (বৈদ্যুতিক গাড়ি) বাজারে ছাড়বে। বর্তমানে পরীক্ষামূলকভাবে ভারতের বিভিন্ন ভৌগোলিক অবস্থানে ৫০টি ইভি পরিচালনা করা হচ্ছে। ভিন্ন ভিন্ন পরিবেশ জলবায়ুতে কেমন কাজ করে, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন