বাদলের আসনে উপ-নির্বাচন ১৩ জানুয়ারি

বণিক বার্তা অনলাইন

বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা মইন উদ্দীন খান বাদলের আসনে আগামী ১৩ জানুয়ারি ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আজ রোববার (০১ডিসেম্বর) বিকালে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে দেওয়া যাবে। ১৫ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২২ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করার সুযোগ থাকাবে। তিনি জানান, ১৩ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ইভিএমে এই ভোট  গ্রহণ করা হবে।

সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদল ৭ নভেম্বর ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ৬৭ বছর বয়সী এ মুক্তিযোদ্ধার বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামে। চট্টগ্রাম-৮ (চাঁদগাও-বোয়ালখালী) আসনের তিনবারের এমপি বাদল একাদশ জাতীয় সংসদে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ছিলেন।

সংসদের আসন শূন্য হওয়ার ৯০দিনের মধ্যে উপ নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে ইসির।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন