বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান-এমডিদের ডেকেছেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

খেলাপি ঋণ নিয়ন্ত্রণ সুদহার কমানোর উদ্দেশ্যে বেসরকারি ব্যাংকগুলোর চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) এক জরুরি বৈঠকে ডেকেছেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল। আজ বেলা ১১টায় এনইসির সভাকক্ষে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, আর্থিক প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ সচিব মো. আসাদুল ইসলামসহ কেন্দ্রীয় ব্যাংক অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বৈঠকে অংশগ্রহণের বিষয়ে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ঢাকা ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান বণিক বার্তাকে বলেন, অর্থমন্ত্রীর চিঠি পেয়েছি। রোববার (আজ) বেলা ১১টায় বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালকদের এনইসি সভাকক্ষে উপস্থিত থাকতে বলা হয়েছে। দেশের ব্যাংকিং খাতের বিদ্যমান পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হবে। আশা করছি, ব্যাংকিং খাতের সংকট মেটাতে অর্থমন্ত্রীর দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রসঙ্গত, ঋণের সুদহার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার লক্ষ্যে দেশের সরকারি-বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান এমডিদের সঙ্গে এর আগে একাধিকবার বৈঠক করেছেন অর্থমন্ত্রী। যদিও তারল্য সংকটের কারণ দেখিয়ে ঋণের সুদহার এখনো সিঙ্গেল ডিজিটে নামাতে পারেনি বেসরকারি ব্যাংকগুলো। সরকারি ব্যাংকগুলো ঋণের সুদহার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার দাবি করলেও সেটিও স্রেফ কাগজে-কলমে বলে অভিযোগ রয়েছে। পরিস্থিতিতে গত ২৬ নভেম্বর রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর চেয়ারম্যান এমডিদের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী। ওই বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এরই ধারাবাহিকতায় বেসরকারি ব্যাংকগুলোর চেয়ারম্যান এমডিদের আজ বৈঠকে ডাকা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন