বাসচাপায় রাজীব ও দিয়া হত্যা মামলার রায় আজ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েস আজ রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় দায়েরকৃত মামলার রায় ঘোষণা করবেন। এর আগে গত ১৪ নভেম্বর রাষ্ট্রপক্ষ আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য আজকের দিনটিকে ধার্য করেন আদালত।

এখন পর্যন্ত মামলায় ৩৭ জনের সাক্ষ্য নেয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কের এমইএস বাসস্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের দুই বাসের রেষারেষিতে বাসচাপায় নিহত হন শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র আবদুল করিম রাজীব (১৭) একাদশ শ্রেণীর ছাত্রী দিয়া খানম মিম (১৬) নিহত শিক্ষার্থী মিমের বাবা জাহাঙ্গীর আলম ওই দিনই বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন।

২০১৮ সালের সেপ্টেম্বর ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক কাজী শরিফুল ইসলাম। এরপর ২৫ অক্টোবর আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন।

মামলায় আসামি করা হয়েছে ছয়জনকে।

তারা হলেন জাবালে নূর পরিবহনের মালিক জাহাঙ্গীর আলম, দুই চালক মাসুম বিল্লাহ জুবায়ের সুমন এবং তাদের সহকারী এনায়েত হোসেন। জাবালে নূর পরিবহনের আরেক মালিক শাহাদাত হোসেন জামিনে রয়েছেন। তার বিপক্ষে মামলা উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে। চালকের সহকারী কাজী আসাদ এখনো পলাতক।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন