কে হচ্ছেন বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার?

বর্তমানে বিশ্বের শীর্ষ ধনীদের সবারই নিট সম্পদের পরিমাণ বিলিয়ন ডলারের ঘরে। ১৯১৬ সালে জন ডি রকফেলার প্রথম বিলিয়নেয়ারের স্বীকৃতি পান। তারপর থেকে এখন পর্যন্ত বিশ্বের শীর্ষ ধনীদের সম্পদ বাড়লেও সেটি বিলিয়ন ডলারের সীমা পার হয়নি। তবে বয়স সম্পদ বাড়ার হার বিবেচনা করলে বর্তমানে বেশকিছু শীর্ষ ধনী রয়েছেন, ভবিষ্যতে যাদের সম্পদ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছোঁয়ার সম্ভাবনা রয়েছে।

ট্রিলিয়ন ডলারের অংকটি অবশ্য বেশ বড়। ট্রিলিয়ন ডলার হাজার বিলিয়ন বা লাখ কোটি ডলারের সমতুল্য, বর্তমানে যা মেক্সিকো কিংবা দক্ষিণ কোরিয়ার নমিনাল জিডিপির সমান। ট্রিলিয়ন ডলার দিয়ে এক্সনমবিল ম্যাকডোনাল্ড কেনার পরও কোকা-কোলাকে কেনার মতো পর্যাপ্ত অর্থ থাকবে। বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সম্পদের পরিমাণ ১১২ বিলিয়ন ডলার। ফলে ট্রিলিয়ন ডলারের মাইলফলকে পৌঁছতে তাকে আরো অনেক পথ পাড়ি দিতে হবে।

বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার কে হচ্ছেন নিয়ে পশ্চিমা দুনিয়ার আর্থিক বিশ্লেষক, ফিন্যান্সিয়াল জার্নাল গবেষণা প্রতিষ্ঠানগুলো প্রতিনিয়তই বিভিন্ন ধরনের ব্যাখ্যা-বিশ্লেষণ করছে। ইনভেস্টোপিডিয়ার মতে, বর্তমানে বিশ্বের শীর্ষস্থানীয় ধনীদের মধ্যে কেউই প্রথম ট্রিলিয়নেয়ার হতে পারবেন না। এর কারণ হিসেবে তারা বলছে, অন্যতম শীর্ষ ধনী কার্লোস স্লিম ওয়ারেন বাফেটের যথেষ্ট সম্ভাবনা থাকলেও এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে তাদের বয়স। যদি কার্লোস স্লিম প্রতি বছর কর-পরবর্তী ২৫ শতাংশ হারে রিটার্ন পান, তাহলে ট্রিলিয়ন ডলারের সম্পদ অর্জনে তার ১১ বছর সময় লাগবে। অবশ্য এদিক দিয়ে বিল গেটস স্লিমের চেয়ে এগিয়ে রয়েছেন। তার বয়স বর্তমানে ৬৪ বছর। যদিও বর্তমানে সম্পদ অর্জনের তুলনায় দাতব্য কার্যক্রমে তার আগ্রহ বেশি। কিন্তু যদি বিল গেটস আরো বেশি সম্পদ অর্জনে মনোযোগী হন, তাহলে তাকে নতুন বিনিয়োগের খাত খুঁজে বের করতে হবে, কারণ মাইক্রোসফটের প্রবৃদ্ধি দিয়ে ট্রিলিয়ন ডলার অর্জন করাটা কঠিন হবে।

কথায় আছে, টাকায় টাকা আনে। বিত্তশালীদের কাছে প্রচুর আকর্ষণীয় বিনিয়োগের সুযোগ রয়েছে, যা সাধারণের নেই। ১০০ বিলিয়ন ডলারের সম্পদকে দ্বিগুণ করতে হলে আরেকটি ভিয়েতনাম খুঁজে পেতে হবে, যা সচরাচর দেখা যায় না। যখন বিনিয়োগকারীরা ওয়ারেট বাফেটের কাছ থেকে শোনেন যে, তাকে সম্ভাবনাময় বিনিয়োগের খাত খুঁজে পেতে সমস্যায় পড়তে হচ্ছে, তখন বুঝতে হবে তার কাছে কাজে লাগানোর মতো ন্যূনতম ১০০ বিলিয়ন ডলারের সম্পদ রয়েছে।


অন্ট্রাপ্রেনিউর ডটকমের চোখে সম্ভাব্য ট্রিলিয়নেয়ার যারা

বিশ্বের ধনী কোম্পানি ও ব্যক্তিদের গত পাঁচ বছরের সম্পদের তথ্য পর্যালোচনা করে অন্ট্রাপ্রেনিউর ডটকম একটি তালিকা তৈরি করেছে, যেখানে দেখানো হয়েছে বর্তমান শীর্ষ ধনীদের সম্পদের প্রবৃদ্ধি গতি বজায় থাকলে কখন তারা ট্রিলিয়নেয়ার হতে পারবেন? এর মধ্য থেকে বিশ্বের ১১ জন ধনী ব্যক্তি কত বছর বয়সে ট্রিলিয়নেয়ার হতে পারবেন, সেটি ইনফোগ্রাফিকসে দেখানো হয়েছে।

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন