নাব্য সংকটে দৌলতদিয়ায় আটকা জাহাজ

পণ্য খালাসের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধে আ.লীগ-যুবলীগ

বণিক বার্তা প্রতিনিধি রাজবাড়ী

 পানি কমে নাব্য সংকট দেখা দিয়েছে পদ্মা নদীতে এতে রাজবাড়ীর দৌলতদিয়ায় আটকা পড়েছে নগরবাড়ী-বাঘাবাড়ী নৌরুটের অন্তত ৩০টি পণ্যবাহী জাহাজ এসব জাহাজের পণ্য খালাসে শ্রমিক নিয়োগের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধে জড়িয়ে পড়েছেন আওয়ামী যুবলীগ নেতারা এতে গতকাল উত্তেজনা ছড়িয়ে পড়েছে দৌলতদিয়া ঘাট এলাকায়

স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতদিয়ার ফেরিঘাট এলাকায় নাব্য সংকটে আটকা পড়েছে বিভিন্ন নৌবন্দর থেকে ছেড়ে আসা অন্তত ৩০টি জাহাজ এসব জাহাজে চট্টগ্রাম মোংলা বন্দর থেকে আনা পাথর, কয়লা, গম, সারসহ বিভিন্ন পণ্য রয়েছে সাধারণত আটকা পড়া জাহাজ থেকে কিছু পণ্য খালাস করে ছোট কার্গো বা ট্রলারের মাধ্যমে বাঘাবাড়ী পাঠানো হয় এতে হালকা হয়ে আসার পর জাহাজ বাকি পণ্য নিয়ে বাঘাবাড়ির উদ্দেশে রওনা হয়

দৌলতদিয়া ঘাট এলাকায় আটকে থাকা জাহাজ থেকে পণ্য খালাসে প্রতি টনে ১২৫ টাকা শ্রমিক খরচ দেয়া হয় একেকটি জাহাজ থেকে অন্তত ২৫০ টন পণ্য খালাস করা হয় এভাবে প্রতিদিন হাজার ৪০০ থেকে হাজার ৫০০ টন পণ্য খালাস করা হয় দৌলতদিয়া ঘাট এলাকায় স্থানীয় কমিশন এজেন্ট জাহাজের জন্য পণ্য খালাসে শ্রমিক নিয়োগ করেন শ্রমিকদের মজুরি দেয়ার পর পাশাপাশি পণ্য খালাস বাবদ প্রাপ্ত অর্থ থেকে একটি অংশ রেখে দেয় কমিশন এজেন্ট এই অর্থ পকেটে ভরতেই বিবাদে জড়িয়ে পড়েছে স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ নেতারা

সূত্র জানায়, কয়েক বছর ধরেই এই শ্রমিক নিয়োগের কাজটি নিয়ন্ত্রণ করে আসছেন গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল তিনি মেসার্স আরিফ ট্রান্সপোর্ট অ্যান্ড কমিশন এজেন্টের স্বত্বাধিকারী সর্বশেষ দৌলতদিয়া ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বর্তমান চেয়ারম্যান আব্দুর রহমান মণ্ডলের কাছে হেরে যান আব্দুর রহমান মণ্ডল আবার গোয়ালন্দ উপজেলা যুবলীগের সহসভাপতি এলাকায় প্রভাব বিস্তারে তিনি এখন জাহাজের পণ্য খালাসের শ্রমিক নিয়োগের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছেন

নুরুল ইসলাম মণ্ডল বলেন, প্রতি বছর আমার মালিকানাধীন মের্সাস আরিফ ট্রান্সপোর্ট অ্যান্ড কমিশন এজেন্ট জাহাজের পণ্য খালাসের কাজ করে বছরও আমরাই করছি অন্য পক্ষ গায়ের জোর খাটিয়ে পণ্য খালাসের পাঁয়তারা করছে

ব্যাপারে জানতে চাইলে আব্দুর রহমান মণ্ডল আটকে থাকা জাহাজের পণ্য খালাসের নিয়ন্ত্রণ নিয়ে বিবদমান কোনো পক্ষের সঙ্গে জড়িত নন বলে

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন