সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ ছিনতাই মামলার দুই আসামি নিহত

বণিক বার্তা প্রতিনিধি সাতক্ষীরা

   সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ছিনতাই মামলার দুই আসামি নিহত হয়েছেন গত শুক্রবার গভীর রাতে শহরের বাইপাস সড়কসংলগ্ন কামাননগর এলাকায় ঘটনা ঘটে

সময় ঘটনাস্থল থেকে দুটি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি অত্যাধুনিক চাকু একটি নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়

নিহতরা হলেন সাতক্ষীরা শহরের মুনজিতপুরের ময়নুল ইসলামের ছেলে মামুনুল ইসলাম দ্বীপ (২৫) কালীগঞ্জ উপজেলার সাইহাটি গ্রামের আবদুস সবুর সরদারের ছেলে সাইফুল ইসলাম (৩৮) নিহতরা ছাত্রলীগের কর্মী বলে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে যদিও বিষয়ে সংগঠনের নেতারা গণমাধ্যমে কিছু বলতে রাজি হননি এছাড়া তাদের বিরুদ্ধে ছিনতাই, হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল হক জানান, সাতক্ষীরার কালীগঞ্জে বিকাশের এজেন্টের কাছ থেকে ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় একটি মামলা দায়ের করা হয় ওই মামলায় গত শুক্রবার কালীগঞ্জ থানা পুলিশ জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয় রাতে ছিনতাইকারীদের সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধারে শহরের বাইপাস সড়কসংলগ্ন কামাননগর এলাকায় গেলে তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে এক পর্যায়ে তাদের সহযোগীরা পিছু হটলে পুলিশ সেখান থেকে দ্বীপ সাইফুলের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয় সময় ঘটনাস্থল থেকে দুটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি, দুটি অত্যাধুনিক চাকু একটি নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, সদর থানা পুলিশ মরদেহ দুটি শহরের কামাননগর চৌরাস্তা এলাকা থেকে উদ্ধার করে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম সুরতহাল প্রতিবেদন তৈরি করে দুজনের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন