চুক্তিতে আগ্রহী গার্দিওলা

বায়ার্ন মিউনিখে ফিরে যাওয়ার গুঞ্জনের জবাবে পেপ গার্দিওলা দিনকয়েক আগেই বলেছেন, ম্যানচেস্টার সিটি ছাড়তে চান না তিনি এবার জানালেন, সিটিজেনদের সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনার দরজা তিনি উন্মুক্ত রেখেছেন

২০১৬ সালে ম্যানসিটিতে যোগ দেয়া গার্দিওলা গত বছর চুক্তি নবায়ন করেন, যা তাকে ইতিহাদে রেখে দেবে ২০২১ সাল পর্যন্ত এর মেয়াদ থাকতেই চুক্তি নবায়নের গুঞ্জন চলছে যদিও সিটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তার কোনো আলোচনা এখনো হয়নি সম্পর্কে গার্দিওলা বলেন, ক্লাবটির সঙ্গে কাজ করতে আমি খুবই স্বাচ্ছন্দ্য অনুভব করি যখন কোথাও আপনি পাঁচ বছর থাকবেন, তখন বুঝতে হবে অবশ্যই এখানে ফলাফল প্রভাব রেখেছে আমরা দেখি চলতি আগামী মৌসুমে কী (ফল) হয়

কোচ হিসেবে এর আগে কখনই একটি ক্লাবে পাঁচ বছরের বেশি সময় কাজ করেননি গার্দিওলা নিজ দেশের ক্লাব বার্সেলোনায় চার বছর দায়িত্ব পালন করেন ৪৮ বছর বয়সী কোচ।। ন্যু ক্যাম্পে তিনি-তিনটি লা লিগা দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাসহ মোট ১৪টি শিরোপার স্বাদ পান ২০১২ সালে কাতালানদের সঙ্গে সম্পর্ক শেষ করে ২০১৩ সালে যোগ দেন বায়ার্নে বাভারিয়ান ক্লাবটির হয়ে টানা তিন মৌসুমেই জয় করেন লিগ শিরোপা

ম্যানসিটির হয়েও দারুণ সফল গার্দিওলা তিন মৌসুমে দুটি প্রিমিয়ার লিগ ছাড়াও একটি এফএ কাপ দুটি লিগ কাপ শিরোপা এনে দেন ইতিহাদে যদিও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এখনো অধরা এর পরও তার ওপর আস্থা রেখে চলেছে ইংলিশ জায়ান্টরা তিনিও ক্লাবের হয়ে চুক্তি সম্পন্ন করতে চান তার ভাষায়, হ্যাঁ, ব্যাপারে আমি তৈরি আছি (আলোচনার জন্য) ক্লাবের সিদ্ধান্ত ছাড়াও খেলোয়াড়রা নিয়ে কী ভাবছে, তা আমি দেখতে চাই মেয়াদ বাড়ানোর কাজটি আসলে অতটা সহজ নয় আমি দেখতে চাই ক্লাব কী ভাবে; আমি দেখতে চাই খেলোয়াড়রা কীভাবে এবং এখানে আমরা একত্রে কীভাবে কাজ করি পাঁচ বছর পর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনার মধ্যে অনুভূতি আসতে হবে যে আমরা একত্রে কিছু একটা করতে পারি নিজেদের কাজটা উপভোগ করতে পারি

মাঝে গুঞ্জন ছিল, স্ত্রী (ক্রিস্টিনা) সম্প্রতি স্পেনে ফিরে গেছেন এবং গার্দিওলা হয়তো তাকে অনুসরণ করবেন তবে গার্দিওলার চুক্তি নবায়ন নিয়ে আগ্রহ প্রকাশ সে গুঞ্জনকে

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন