যশোর আইনজীবী সমিতির নির্বাচন

আওয়ামী লীগ ও বিএনপি সমানে সমান

বণিক বার্তা প্রতিনিধি যশোর

 উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন গত শুক্রবার সম্পন্ন হয়েছে নির্বাচনে সভাপতিসহ আওয়ামী লীগ সমর্থিত ছয়টি এবং সাধারণ সম্পাদকসহ বিএনপি সমর্থিত প্যানেল ছয়টি পদ পেয়েছে

এদিন সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত নম্বর ভবনে ভোটগ্রহণ চলে ২৬টি পদের বিপরীতে ৪৮২ জনের মধ্যে ৪৬৭ জন ভোটার তাদের পছন্দের নেতৃত্বকে বেছে নিতে ভোট প্রদান করেন এদিন বিকাল ৫টা থেকে ভোট গণনার কাজ শুরু করে রাত ১০টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট ইশমত হাসার প্রকাশিত ফলাফলে ইদ্রিস আলী ২৬৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী দেবাশীষ দাস পান ১৯৪ ভোট সাধারণ সম্পাদক পদে এমএম গফুর ২৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী এসএম বদরুজ্জামান পলাশ পান ১৮০ ভোট

নির্বাচনে অন্যান্য পদে বিজয়ী প্রার্থীরা হলেন সহসভাপতি গোলাম মোস্তফা (২৭১), খন্দকার মোয়াজ্জেম হোসেন (২৩৭), ইমদাদুল হক ইমদাদ (১৯০), সহকারী সম্পাদক জাহাঙ্গীর আলম (২২৭), পলক কুমার মৈত্র (২২৩), গ্রন্থাগার সম্পাদক পদে মনিরুল ইসলাম (২৮৯), কার্যকরী সদস্য তারিক এনাম (২৭৩), জুলফিকার আলী (২৫৬), রেহেনা পারভীন (২৩৬), এসএম মাসুদুল হক (১৯৯) মোকবুল হোসেন (১৯২)

নির্বাচন কমিশনের চেয়ারম্যান ছিলেন অ্যাডভোকেট ইশমত হাসার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট শহিদুর রহমান, আজিজুল ইসলাম শাহারিয়ার বাবু

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন