প্রতিরক্ষা খাতে তুরস্কের আয় বেড়েছে

তুরস্কের প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর আয় বেড়েছে। শুক্রবার তুর্কি প্রতিরক্ষা জায়ান্ট আসেলসানের প্রধান হালুক গরগান জানান, ২০১৮ সালে প্রতিরক্ষা খাতে ১৮৭ কোটি ডলার আয় হয়েছিল। ২০১৯ সালে খাতে আয় ২৯০ কোটি ডলার ছাড়াবে।

তিনি বলেন, আমাদের আয়ের বড় অংশ আসবে রফতানি থেকে। প্রতি কেজি তুর্কি পণ্য রফতানিমূল্য যেখানে দশমিক ৫০ ডলার, সেখানে আসেলসানের প্রতি কেজি পণ্য রফতানি হচ্ছে হাজার ৫০০ ডলারে।

সামরিক বেসামরিক টেলিযোগাযোগ, রাডার, ইলেকট্রনিক যুদ্ধসামগ্রী, প্রতিরক্ষা, অস্ত্র, কমান্ড কন্ট্রোল ন্যাভিগেশন সিস্টেম বিক্রি করছে আসেলসান।

টার্কিশ অ্যারোস্পেসের মহাব্যবস্থাপক টেমেল কোটিল আশা করছেন, ২০১৯ সালে তাদের আয় ৪৩ শতাংশ বাড়বে। চলতি বছর ২৩০ কোটি ডলার আয় করে বিশ্বের শীর্ষ ১০ প্রতিরক্ষা কোম্পানির তালিকায় জায়গা পেতে চায় কোম্পানিটি। প্রতিরক্ষা খাতে বিদেশের ওপর অতিরিক্ত নির্ভরতা কমাতে ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয় টার্কিশ অ্যারোস্পেস। উড়োযান, কৃত্রিম উপগ্রহ, প্লেন, হেলিকপ্টার যন্ত্রাংশ নির্মাণ করে কোম্পানিটি। সূত্র: আনাদোলু এজেন্সি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন