ভোলায় গৃহহীনদের জন্য নির্মিত ৪২টি ব্যারাক হস্তান্তর

ভোলার মনপুরা তজুমদ্দিন উপজেলার গৃহহীন ছিন্নমূল জনগণের জন্য নির্মিত ৪২টি ব্যারাক গত বৃহস্পতিবার স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছে নৌবাহিনী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ দিকনির্দেশনা প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে নৌবাহিনী এই ব্যারাক হাউজগুলো নির্মাণ করে। প্রতিটি ব্যারাকে রয়েছে পাঁচটি ইউনিট। ইউনিটগুলোর প্রতিটিতে একটি করে পরিবার থাকতে পারবে। প্রতিটি ব্যারাকে রান্নাঘর বাথরুমের সুবিধা রয়েছে। এতে মোট ২১০টি গৃহহীন ছিন্নমূল পরিবার মানসম্মত আবাসস্থল পাবে। আনুষ্ঠানিকভাবে নির্মিত এসব ব্যারাক গতকাল স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। সময় প্রধানমন্ত্রীর কার্যালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, নৌবাহিনীর প্রতিনিধি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আইএসপিআর

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন