বিচারের মুখে প্যারিস হামলার ২০ সন্দেহভাজন

বণিক বার্তা ডেস্ক

 চার বছর আগে প্যারিসে আত্মঘাতী বোমা বন্দুক হামলা চালিয়ে গণহত্যায় জড়িত ২০ সন্দেহভাজনকে বিচারের জন্য ডেকেছেন দেশটি কৌঁসুলিরা ২০১৫ সালে সংঘটিত ঘটনায় ১৩০ জন নিহত হয় খবর এএফপি

৫৬২ পৃষ্ঠার অভিযোগপত্রে ন্যাশনাল অ্যান্টি-টেরর প্রসিকিউটরের (পিএনএটি) কার্যালয় থেকে ১৪ জনকে অভিযুক্ত করা হয়েছে, যারা বর্তমানে কারাগারে বা বিচার বিভাগীয় নজরদারির আওতায় রয়েছেন এর মধ্যে হামলার একমাত্র জীবিত সন্দেহভাজন অংশগ্রহণকারী সালাহ আবদেসালামও রয়েছেন

বাকি ছয়জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, যার মধ্যে সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) দুই প্রচারক ফাবিয়েন জঁ-মিশেল ক্লাইন রয়েছেন সন্ত্রাসী সংগঠনটি হামলার দায় স্বীকার করে

বিচার কবে শুরু হবে তা তদন্ত প্রক্রিয়ার তত্ত্বাবধানে থাকা পাঁচজন বিচারক নির্ধারণ করবেন ২০২১ সালে প্যারিসে বিচারকাজ শুরু হবে বলে ধারণা করা হচ্ছে বিচারকদের তত্ত্বাবধানে গত মাসে তদন্ত প্রক্রিয়া শেষ হয়

২০১৫ সালের ১৫ নভেম্বর ১০ জন সশস্ত্র হামলাকারী প্যারিসের বাইরে জাতীয় স্টেডিয়ামে ফুটবল ম্যাচ চলার সময় হামলার পর বার রেস্তোরাঁ এবং বাতাক্লান কনসার্ট হলে হামলা চালালে মোট ১৩০ জন নিহত হয়

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন