প্যারামাউন্ট টেক্সটাইলের মূল্যসংবেদনশীল তথ্য

অস্পষ্টতার বিষয় খতিয়ে দেখার নির্দেশ বিএসইসির

নিজস্ব প্রতিবেদক

 বস্ত্র খাাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল মূল্যসংবেদনশীল তথ্য প্রকাশের ক্ষেত্রে অপর্যাপ্ত তথ্য দেয়ার বিষয়টি খতিয়ে দেখবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ডিএসইকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে এর আগে বিষয়ে কোম্পানির কাছ থেকে ব্যাখ্যাও তলব করেছিল দুই স্টক এক্সচেঞ্জ সংশ্লিষ্ট সূত্রে তথ্য জানা গেছে

সম্প্রতি প্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্যে প্যারামাউন্ট টেক্সটাইল জানায়, কোম্পানিটির থার্মোসোল ডায়িং, সলিড ডায়িং, কন্টিনিউয়াস ওয়াশিং, ব্লিচিংসহ বিভিন্ন ইউনিটের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং ক্রেতাদের পছন্দ চাহিদা মেটানোর লক্ষ্যে মূলধনি যন্ত্রপাতি আমদানি করবে তারা ৯৭ লাখ ৫০ হাজার ডলার বা প্রায় ৮২ কোটি ৭৯ লাখ টাকার সমপরিমাণ অর্থ ব্যয়ে এসব যন্ত্রপাতি কিনবে কোম্পানিটি এক্ষেত্রে তাদের ঋণসুবিধা দেবে পূবালী ব্যাংক লিমিটেড

পাশাপাশি প্যারামাউন্ট ড্রেজিং লিমিটেড নামে প্রস্তাবিত নতুন একটি কোম্পানিতে বিনিয়োগ করার কথা জানায় প্যারামাউন্ট টেক্সটাইল নতুন কোম্পানিতে তাদের বিনিয়োগ থাকবে ৬৫ শতাংশ নতুন কোম্পানিতে বিনিয়োগের বিষয়টি নিয়েই অস্পষ্টতা তৈরি হয় কারণে বুধবার স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে কেবল নতুন মূলধনি যন্ত্রপাতি কেনার তথ্যই প্রকাশ করা হয় নতুন কোম্পানিতে বিনিয়োগের তথ্য প্রকাশ করা হয়নি বরং বিষয়ে দুই স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে কোম্পানিটির কাছে ব্যাখ্যা তলব করা হয় কোম্পানির কাছ থেকে ব্যাখ্যাসহ আরো কিছু অতিরিক্ত তথ্য পাওয়ার পর বৃহস্পতিবার তা দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশ করা হয়

বিষয়ে স্টক এক্সচেঞ্জের একজন কর্মকর্তা বণিক বার্তাকে বলেন, প্রথমে আমাদের কাছে যে তথ্য পাঠানো হয়েছিল, সেখানে শুধু নতুন একটি কোম্পানিতে বিনিয়োগ করার কথা জানানো হয়, যেখানে প্যারামাউন্ট টেক্সটাইলের ৬৫ শতাংশ শেয়ার থাকবে কিন্তু এর বাইরে প্রস্তাবিত কোম্পানির পরিশোধিত মূলধন, বিনিয়োগের পরিমাণ বিনিয়োগের বিপরীতে কোম্পানির মুনাফা কেমন হবে, সে বিষয়ে কোনো তথ্য দেয়া হয়নি অথচ এগুলো মূল্যসংবেদনশীল তথ্যের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ পরবর্তী সময়ে আমাদের চিঠির জবাবে কোম্পানি কিছু অতিরিক্ত তথ্য পাঠায় এবং আমরা তা যাচাই-বাছাই করে ওয়েবসাইটে প্রকাশ করেছি

গতকাল দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্যারামাউন্ট ড্রেজিং লিমিটেডের বিনিয়োগ-সংক্রান্ত কিছু অতিরিক্ত তথ্য প্রকাশ করা হয় এর মধ্যে রয়েছে প্রস্তাবিত কোম্পানির পরিশোধিত মূলধন হবে কোটি টাকা এবং এর ৬৫ শতাংশ বা ৬৫ লাখ টাকা বিনিয়োগ করবে প্যারামাউন্ট টেক্সটাইল প্রস্তাবিত

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন