১০% স্টক লভ্যাংশ দেবে এএফসি অ্যাগ্রো বায়োটেক

নিজস্ব প্রতিবেদক

 ৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেডের পরিচালনা পর্ষদ বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানিটির ১১০তম পর্ষদ সভায় সুপারিশ করা হয়

সমাপ্ত হিসাব বছরে এএফসি অ্যাগ্রো বায়োটেকের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৩ কোটি ৭৩ লাখ ৯৮ হাজার টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৩৫ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার টাকা হিসাবে গত হিসাব বছরে কোম্পানিটির নিট মুনাফা কমেছে কোটি ৯৩ লাখ ৭৭ হাজার টাকা বা দশমিক ৪৩ শতাংশ আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে টাকা ২২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল টাকা ৪১ পয়সা (পুনর্মূল্যায়িত) হিসাবে গেল হিসাব বছর কোম্পানিটির ইপিএস কমেছে ১৯ পয়সা বা দশমিক ৫৭ শতাংশ ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ২৯ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৮ টাকা ৪৭ পয়সা

আগামী ৩১ ডিসেম্বর বেলা ১১টায় রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে কোম্পানিটির নবম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে -সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ ডিসেম্বর

২০১৮ সালে ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল এএফসি অ্যাগ্রো বায়োটেক

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন