ফ্রান্সে পরিবেশবাদীদের অ্যামাজন অবরোধ

ব্ল্যাকফ্রাইডের কেনাকাটায় লাগামহীন ভোগে পরিবেশের ক্ষতির অভিযোগে ফ্রান্সে অ্যামাজনের একটি বিপণন কেন্দ্র অবরোধ করেছে পরিবেশ কর্মীরা নন-ভায়োলেন্ট অ্যাকশন সিওপি২১ ফ্রেন্ডস অব দ্য আর্থ গ্রুপের ৫০ থেকে ১০০ কর্মী প্যারিসের ৪০ কিলোমিটার দূরবর্তী ব্রেটিগনাই-সার-অর্গের একটি অ্যামাজন ডিপো অবরোধ করেছে সময় তাদের হাতে বেশকিছু ব্যানার ঝুলছিল, যেখানে রকম স্লোগান দেখা যায়অ্যামাজন: জলবায়ুর জন্য, কর্মসংস্থানের জন্য অতিসম্প্রসারণ বন্ধ করো, অতি-উৎপাদন বন্ধ করো অ্যামাজন সাইটে প্রবেশ করতে যাওয়া ট্রাকগুলো আটকাতে বিক্ষোভকারীরা পুরনো বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করেছে ব্ল্যাকফ্রাইডে সংস্কৃতি যুক্তরাষ্ট্র থেকে এসেছে থ্যাংকস গিভিং ডের ছুটির পর দিনটিতে গ্রাহকদের বড় আকারের মূল্যছাড় দিয়ে থাকে কোম্পানিগুলো যুক্তরাষ্ট্র থেকে সব অগ্রসর অর্থনীতিগুলোয় রীতি ছড়িয়ে পড়েছে প্যারিস কর্তৃপক্ষের দাবি, ব্ল্যাকফ্রাইডের কেনাকাটায় শুধু অ্যামাজনই আড়াই লাখ প্যাকেজিং করবে ফ্রান্সের পরিবেশমন্ত্রী এলিজাবেথ বর্ন ভোগের উন্মাদনা তত্পরবর্তী পরিবেশ দূষণের কড়া সমালোচনা করেছেন         সূত্র: এএফপি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন