বছরে টোল বাবদ ১২ হাজার কোটি রুপি বাঁচবে ভারতের

বণিক বার্তা ডেস্ক

 চলতি বছরের ডিসেম্বর থেকে জাতীয় রাজপথে (এনএইচ) শতভাগ ফ্যাস্টেগ পদ্ধতিতে টোল সংগ্রহ করবে ভারত আধুনিক টোল পদ্ধতির ফলে জ্বালানি তেল সময় অপচয়ের দিক থেকে দেশটির রক্ষা পাবে প্রায় ১২ হাজার কোটি রুপি খবর টাইমস অব ইন্ডিয়া

প্রথাগত পদ্ধতিতে টোল আদায় করলে কী পরিমাণ সময় নষ্ট হয়, এর একটি জরিপ চালিয়েছে নয়ডাভিত্তিক একটি স্টার্টআপ প্রতিষ্ঠান বৃহস্পতিবার বেলা ২টা থেকে দেশটির এনএইচের ৪৮৮টি টোল প্লাজায় পর্যবেক্ষণ চালিয়েছে প্রতিষ্ঠানটি ১৮৮টি প্লাজায় গড়ে থেকে ১০ মিনিট ৩২টিতে গড়ে ১০ থেকে ২০ মিনিট সময় নষ্ট হয় বলে উঠে এসেছে প্রতিষ্ঠানটির সমীক্ষায়

আধুনিক টোল পদ্ধতির ফলে দেশটির যে ১২ হাজার কোটি রুপি রক্ষা পাবে, তার মধ্যে ৩৫ শতাংশ জ্বালানি তেল ৫৪-৫৫ শতাংশ মানুষের সময় নষ্ট হওয়ার দিক থেকে হিসাব করা হয়েছে বাকি অংশটা কার্বন নিঃসরণসংক্রান্ত খাত বাবদ বাঁচবে বলে উল্লেখ করা হয়েছে পর্যবেক্ষণ পরিচালনাকারী সংস্থাটির প্রতিবেদনে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন