আরকমের সম্পদ ক্রয়

সাড়ে ৯ হাজার কোটি রুপি পরিশোধে আগ্রহী ভারতী এয়ারটেল

বণিক বার্তা ডেস্ক

 ভারতীয় সেলফোন অপারেটর রিলায়েন্স কমিউনিকেশনস (আরকম) বড় অংকের ঋণের বোঝা নিয়ে আইনি জটিলতা এবং পাওনাদারদের ঐকমত্যের অভাবে দেউলিয়া হওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে দেনা পরিশোধে প্রতিষ্ঠানটি সম্পদ বিক্রির ঘোষণা দিয়েছে আরকমের টেলিকম সম্পদ, স্পেকট্রাম, মোবাইল টাওয়ার অপটিক্যাল ফাইবার সম্পদ কিনতে আগ্রহী ভারতী এয়ারটেল হাজার ৫০০ কোটি রুপির দরপত্র জমা দিয়েছে সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে এমনটাই জানিয়েছে পিটিআই

ভারতী এয়ারটেলের পাশাপাশি ঋণে জর্জরিত আরকমের সম্পদ ক্রয়ে ভারতী ইনফ্রাটেল, ভিএফএসআই হোল্ডিংস প্রাইভেট লিমিটেড ইউভি অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড দরপত্র জমা দিয়েছে

ভারতী এয়ারটেল আরকমের সম্পদ ক্রয়ে সর্বোচ্চ দরদাতা হবে বলে মনে করা হচ্ছে তবে আরকমের সম্পদ ক্রয়ে ক্রেতারা কে কত দাম দিয়েছে, তা গতকালই প্রকাশের কথা ছিল প্রতিবেদন লেখা পর্যন্ত ক্রেডিটর কমিটি বিস্তারিত জানায়নি বিষয়ে ভারতী এয়ারটেলের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি

ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ভাই অনিল আম্বানির মালিকানাধীন আরকম কয়েক বছর ধরে খারাপ সময় পার করছে আরকমের ঋণের বোঝা ৩৩ হাজার কোটি রুপিতে দাঁড়িয়েছে ভারতের তীব্র প্রতিযোগিতাপূর্ণ টেলিযোগাযোগ বাজারে বড় ভাই মুকেশ আম্বানি নিয়ন্ত্রিত সেলফোন অপারেটর রিলায়েন্স জিও ইনফোকম, ভারতী এয়ারটেল ভোডাফোন আইডিয়া লিমিটেডের কারণে পিছিয়ে পড়ে আরকম

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ভারতী এয়ারটেল ভারতী ইনফ্রাটেলের মতো প্রতিষ্ঠান আরকমের সম্পদ কিনতে দরপত্র জমা দিলেও রিলায়েন্স জিওর পক্ষ থেকে নিলামে অংশ নেয়ার বিষয়ে কোনো সাড়া পাওয়া যায়নি তবে জিওর পক্ষ থেকে নিলামে অংশ নিতে দরপত্র জমা দেয়ার সময়সীমা বাড়ানোর আহ্বান জানানো হয়েছিল

১১ নভেম্বর আরকমের সম্পদ ক্রয়ে দরপত্র জমা দেয়ার শেষ সময় ছিল আরকমের পাওনাদার তালিকায় রয়েছে প্রায় ৪০টি ঋণদাতা প্রতিষ্ঠান এর মধ্যে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, দ্য চায়না ডেভেলপমেন্ট ব্যাংক ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না উল্লেখযোগ্য ঋণদাতা

আরকমের সম্পদ ক্রয়ে নিলামে অংশ নেয়া বিষয়ে ভারতী এয়ারটেলের এক মুখপাত্র বলেন, প্রাথমিকভাবে তারা স্পেকট্রাম হস্তগত করতে শর্তসাপেক্ষ নিলামে অংশ নিতে দরপত্র জমা দিয়েছে

২০১৭ সালের মার্চে শেষবার নিজেদের দেনাসংক্রান্ত তথ্য জনসমক্ষে এনেছিল আরকম ওই সময় তাদের ব্যাংকঋণের পরিমাণ ছিল ৭০০ কোটি ডলার এছাড়া প্রতিষ্ঠানটির কাছে এরিকসনসহ বিভিন্ন ভেন্ডরের বড় অংকের অর্থ পাওনা রয়েছে

বিদ্যমান পরিস্থিতিতেও

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন