নিষ্ক্রিয় অ্যাকাউন্ট এখনই বন্ধ করছে না টুইটার

বণিক বার্তা ডেস্ক

 গ্রাহক নিরাপত্তার স্বার্থে ছয় মাসের বেশি সময় ধরে টানা নিষ্ক্রিয় থাকা অ্যাকাউন্ট চিরতরে মুছে ফেলার ঘোষণা দিয়েছিল টুইটার তবে ব্যবহারকারীদের তীব্র প্রতিক্রিয়ার মুখে একদিনের মধ্যেই আগের অবস্থান থেকে সরে এসেছে জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট সাম্প্রতিক এক ঘোষণায় টুইটার জানিয়েছে, নিষ্ক্রিয় অ্যাকাউন্ট মুছে ফেলার সিদ্ধান্ত আপাতত বাস্তবায়ন করা হবে না খবর বিবিসি ইকোনমিক টাইমস

এর আগে টুইটারের পক্ষ থেকে এক অফিশিয়াল বার্তায় বলা হয়েছিল, টানা ছয় মাস লগইন হয়নি, এমন হাজারো টুইটার অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে গ্রাহকরা চাইলেও পরে এসব অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না তবে গ্রাহকদের সুবিধার জন্য ১১ ডিসেম্বর পর্যন্ত নিষ্ক্রিয় অ্যাকাউন্ট লগইন করার সময় বেঁধে দেয় প্রতিষ্ঠানটি একই সঙ্গে মৃত ব্যক্তিদের অ্যাকাউন্টও বন্ধ করে দেয়ার ঘোষণা দেয় টুইটার

ঘোষণার পর পরই সামাজিক মাধ্যমটিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় ব্যবহারকারীরা একের পর এক টুইট করে এর প্রতিবাদ জানান এর জের ধরে আগের সিদ্ধান্ত থেকে সরে এল টুইটার নতুন বার্তায় বলা হয়েছে, আপাতত সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে না একই সঙ্গে মৃত ব্যক্তির অ্যাকাউন্টে রিমেম্বারিং লেখা অপশন যুক্ত করার চিন্তাভাবনা চলছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন