জয়ের সুবাস পাচ্ছে উইন্ডিজ

লক্ষেৗতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দুদিন শেষেই জয়ের সুবাস পেতে শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ শামারহ ব্রুকসের সেঞ্চুরির পর ঘূর্ণি বোলারদের নৈপুণ্যে সংহত অবস্থানে ক্যারিবীয়রা আফগানিস্তানের ১৮৭ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ২৭৭ রান তুলে অলআউট হয় এরপর ক্যারিবীয় ঘূর্ণিতে ১০৯ রানেই উইকেট হারিয়ে বসে আফগানরা প্রথম ইনিংসে ৯০ রানের ঘাটতি থাকায় উইকেট হাতে নিয়ে তাদের লিড মাত্র ১৯ রানের একানা স্টেডিয়ামে নাটকীয় কিছু না ঘটলে আজ সকালেই হয়তো জয়োৎসব করবে জেসন হোল্ডারের দল

আফগান ঘূর্ণি চ্যালেঞ্জের সামনে ব্রুকস ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি (১১১) করে দলকে ২৭৭ রানের পুঁজি এনে দেন এছাড়া জন ক্যাম্পবেল ৫৫ শেন ডাওরিচ ৪২ রান করেন বাঁহাতি অর্থোডক্স স্পিনার আমির হামজা ৭৪ রানে পাঁচটি লেগস্পিনার রশিদ খান ১১৪ রানে তিনটি উইকেট নেন দুটি উইকেট শিকার করেন জহির খান

এরপর আফগানরা দ্বিতীয় ইনিংসেও পড়ে ক্যারিবীয় ঘূর্ণির সামনে প্রথম ইনিংসে উইকেট নেয়া রাহকিম কর্নওয়াল গতকালও ছিলেন উজ্জ্বল ঘূর্ণির ছোবলে ১৪ ওভারে ৪১ রান দিয়ে তুলে নেন তিন উইকেট রহমত শাহ আসগর আফগানকে পরপর দুই বলে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন বিশ্বের সবচেয়ে ভারী টেস্ট ক্রিকেটার পরপর তিন ওভারেই তিনি উইকেট নেন সব মিলিয়ে ম্যাচে এখন পর্যন্ত তার শিকার ১০ উইকেট কর্নওয়ালের সমান তিন উইকেট নেন রোস্টন চেজও দুই স্পিনারে কোণঠাসা হয়ে পড়ে এশিয়ান দলটি চেজও পরপর তিন ওভারে উইকেট তুলে নেন জাভেদ আহমাদি হাফ সেঞ্চুরি (৬২) করে টানছিলেন দলকে তাকে থামান অফস্পিনার চেজ ক্রিকইনফো

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন