বিপিসি থেকে ৬০০ কোটি টাকা ভ্যাট আদায়

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম ব্যুরো

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) থেকে বকেয়া মূসক বাবদ ৬০০ কোটি টাকা আদায় করেছে চট্টগ্রামের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।

বিপিসি বিভিন্ন ধরনের জ্বালানি তেল আমদানি করে বিক্রয় করে থাকে। এ প্রক্রিয়ায় বিপণন বা বিক্রয় পর্যায়ে ট্রেড ভ্যাট দিতে হয়। কিন্তু ২০১৩-১৫ সাল পর্যন্ত ২ হাজার ৩৮৮ কোটি টাকার মূসক অপরিশোধিত থেকে যায়। এ অপরিশোধিত ভ্যাট থেকে চলতি সপ্তাহে ৬০০ কোটি টাকার মূসক আদায় করেছে ভ্যাট কমিশনারেট।

আগ্রাবাদ ভ্যাট বিভাগের উপকমিশনার মো. আহসান উল্লাহ এ প্রসঙ্গে বণিক বার্তাকে বলেন, আমরা বিপিসি থেকে বকেয়া মূসক বাবদ ৬০০ কোটি টাকা আদায় করতে সামর্থ্য হয়েছি। অবশিষ্ট বকেয়াও দ্রুত আদায়ের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন