কাপ্তাই হ্রদে ঘুরে বেড়াবে ‘গবেষণা তরী’

বণিক বার্তা প্রতিনিধি রাঙ্গামাটি

 দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদে ঘুরে বেড়াবে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উদ্যোগে নির্মিত জাহাজ গবেষণা তরী

গতকাল সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গবেষণা তরীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় শিক্ষামন্ত্রী দীপু মনি পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, সিভাসুর উপাচার্য প্রফেসর গৌতম বুদ্ধ দাশ, রাঙ্গামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ প্রমুখ

উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, কাপ্তাই হ্রদে কীভাবে আরো মত্স্য উৎপাদন বৃদ্ধি করা যায়, সে বিষয়ে আমরা চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়কে দায়িত্ব দিই তারা হ্রদে মাছের বংশবৃদ্ধি, ডিম সংরক্ষণসহ আরো কীভাবে মত্স্য উন্নয়ন করা যায়, সে বিষয়ে গবেষণা করবে এতে এলাকার যেমন মত্স্য উন্নয়ন হবে, তেমনি এলাকার আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে

সিভাসু সূত্র জানিয়েছে, ২০১৭ সালের ডিসেম্বরে নারায়ণগঞ্জের একটি জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান রাঙ্গামাটির পুরনো হেলিপ্যাড এলাকায় জাহাজ তৈরির কাজ শুরু করে চলতি বছর জানুয়ারিতে পরীক্ষামূলকভাবে জাহাজ হ্রদে নামানো হয়

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন