তৃতীয় প্রান্তিক

আজিয়াটার রাজস্ব বেড়েছে সাড়ে ৩ শতাংশ

বণিক বার্তা ডেস্ক

বৈশ্বিক অন্যতম শীর্ষ টেলিযোগাযোগ গ্রুপ আজিয়াটা। মালয়েশিয়াভিত্তিক গ্রুপটি স্থানীয় বাজারের পাশাপাশি শ্রীলংকা এবং নেপালে তীব্র প্রতিযোগিতার মুখে রয়েছে। তবে একাধিক গুরুত্বপূর্ণ বাজারের চাপে থাকলেও চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এক বছর আগের একই সময়ের চেয়ে আজিয়াটা গ্রুপ সাড়ে ৩ শতাংশ রাজস্ব প্রবৃদ্ধির মুখ দেখেছে। বহুজাতিক টেলিযোগাযোগ সেবাদাতা গ্রুপটির এ রাজস্ব প্রবৃদ্ধিকে ইতিবাচক দেখা হচ্ছে। খবর টেলিকম লিড।

চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে আজিয়াটা গ্রুপের রাজস্ব ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে ৬২১ কোটি ৩৩ লাখ মালয়েশিয়ান রিঙ্গিতে পৌঁছেছে, যা এক বছর আগের একই প্রান্তিকের ৬০০ কোটি রিঙ্গিতের চেয়ে বেশি। তীব্র প্রতিযোগিতার মুখে থাকলেও বিভিন্ন দেশে প্রতিষ্ঠানটির কার্যক্রমের ভালো পারফরম্যান্সে রাজস্ব প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে।

বিবৃতিতে আজিয়াটা গ্রুপ জানিয়েছে, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে রাজস্বে প্রবৃদ্ধি দেখা গেলেও নিট মুনাফা ৯ দশমিক ৪ শতাংশ কমে ১১ কোটি ৯৭ লাখ রিঙ্গিতে দাঁড়িয়েছে। গত বছর তৃতীয় প্রান্তিকে আজিয়াটা গ্রুপের নিট মুনাফা ছিল ১৩  কোটি ২১ লাখ রিঙ্গিত। বাংলাদেশে উচ্চকর পরিশোধের কারণে নিট মুনাফা কমেছে বলে দাবি করেছে গ্রুপটি।

বৈশ্বিক টেলিযোগাযোগ বাজারে বিদ্যমান পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং প্রতিযোগিতায় টিকে থাকতে চলতি বছরের প্রথম নয় মাসে আজিয়াটা গ্রুপের মূলধনি ব্যয় ৩ দশমিক ২ শতাংশ বেড়ে ৪৩৮ কোটি ৩০ লাখ রিঙ্গিতে পৌঁছেছে, যা গত বছরের প্রথম নয় মাসে ছিল ৪২৪ কোটি ৯০ লাখ।

আর্থিক খতিয়ানে আজিয়াটা গ্রুপ জানিয়েছে, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে সেলকম মালয়েশিয়ার রাজস্ব ৮ দশমিক ৪ শতাংশ কমে ১৬৬ কোটি ১১ লাখ রিঙ্গিতে দাঁড়িয়েছে। স্থানীয় বাজারে ডিভাইস বিক্রি কমে যাওয়া এবং ডোমেস্টিক ইন্টারকানেক্ট ও ডোমেস্টিক রোমিং রেট কমায় রাজস্ব কমেছে সেলকম মালয়েশিয়ার। এছাড়া বছরের প্রথম নয় মাসে সেলকম মালয়েশিয়ার মূলধনি ব্যয় কমে ৮১ কোটি ৮০ লাখ রিঙ্গিতে দাঁড়িয়েছে, যা গত বছরের প্রথম নয় মাসে ছিল ৮৫ কোটি ৫০ লাখ রিঙ্গিত।

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে সেলকম মালয়েশিয়ার রাজস্ব কমলেও আজিয়াটা গ্রুপের আরেক প্রতিষ্ঠান এক্সএল ইন্দোনেশিয়ার রাজস্ব ১৬ দশমিক ৭ শতাংশ বেড়ে ১৯১ কোটি ১৯ লাখ রিঙ্গিতে পৌঁছেছে। ইন্দোনেশিয়ায় ডাটা ব্যবহার বেড়েছে, যা এক্সএল ইন্দোনেশিয়ার রাজস্ব প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। এছাড়া চলতি বছরের প্রথম নয় মাসে এক্সএল ইন্দোনেশিয়ার মূলধনি ব্যয় বেড়ে ১৬৩ কোটি ৫০ লাখ রিঙ্গিতে পৌঁছেছে, যা গত বছরের একই সময় ছিল ১৪১ কোটি ৬০ লাখ রিঙ্গিত।

জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বাংলাদেশে আজিয়াটা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান রবির রাজস্ব ১০ দশমিক ১ শতাংশ বেড়ে ৯৩ কোটি ৭৫ লাখ রিঙ্গিতে পৌঁছেছে। তবে চলতি বছরের প্রথম নয় মাসে রবির মূলধনি ব্যয় কমে ৪২ কোটি ৩০ লাখ রিঙ্গিতে দাঁড়িয়েছে, যা গত বছরের প্রথম নয় মাসে ছিল ৬৩ কোটি ২০ লাখ রিঙ্গিত।

অন্যদিকে ডায়ালগ শ্রীলংকার রাজস্ব ৪ দশমিক ১ শতাংশ কমে ৬৭ কোটি ৮৯ লাখ রিঙ্গিতে দাঁড়িয়েছে। চলতি বছরের প্রথম নয় মাসে ডায়ালগ শ্রীলংকার মূলধনি ব্যয় কমে ৩১ কোটি ৪০ লাখ রিঙ্গিতে দাঁড়িয়েছে, যা গত বছরের একই সময় ছিল ৫০ কোটি ৭০ লাখ রিঙ্গিত।

জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে আজিয়াটা গ্রুপ নিয়ন্ত্রিত এনসেল নেপালের রাজস্ব ১ দশমিক ১ শতাংশ কমে ৪৯ কোটি ১৮ লাখ রিঙ্গিতে দাঁড়িয়েছে। ২০১৮ সালের জুলাই থেকে টেলিযোগাযোগ সেবার ওপরটেলিকমিউনিকেশন সার্ভিস চার্জেস নীতিমালা বাস্তবায়ন করেছে নেপাল। এর নেতিবাচক প্রভাব পড়েছে এনসেল নেপালের রাজস্ব আয়ে। তবে এনসেল নেপালের মূলধনি ব্যয় উল্লেখযোগ্য বেড়ে ৪০ কোটি ৭০ লাখ রিঙ্গিতে পৌঁছেছে, যা এক বছর আগের প্রথম নয় মাসে ছিল ৮ কোটি ৪০ লাখ রিঙ্গিত।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন