জলবায়ু সম্মেলনে যোগ দিতে ১ ডিসেম্বর মাদ্রিদ যাচ্ছেন প্রধানমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

২৫তম কোপ সম্মেলনে যোগ দিতে আগামী ডিসেম্বর স্পেনের মাদ্রিদের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে জলবায়ু অর্থায়ন নীতি বাস্তবায়নে গুরুত্ব দেবে বাংলাদেশ।

প্রধানমন্ত্রীর আসন্ন স্পেন সফর নিয়ে গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী কে আব্দুল মোমেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পেনে অনুষ্ঠেয় আসন্ন জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে প্যারিস চুক্তির মাধ্যমে জলবায়ু অর্থায়ন নীতি বাস্তবায়নে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানাবেন। আগামী ডিসেম্বর মাদ্রিদে অনুষ্ঠেয় জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের ২৫তম প্যারিস বার্ষিক সম্মেলনের রাষ্ট্র সরকার প্রধানদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ডিসেম্বর ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জাতীয়, আঞ্চলিক বৈশ্বিক পর্যায়ে প্রধানমন্ত্রীর ধারণা, ভূমিকা অবদান সুপ্রতিষ্ঠিত। স্পেনে অনুষ্ঠিত হতে যাওয়া জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারের কথা বিশ্ব দরবারে আরো একবার তুলে ধরা সম্ভব হবে। বাংলাদেশের মতো উন্নয়নশীল জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য এটা বিশেষ গুরুত্ব বহন করে। এছাড়াও জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত অতি প্রতিকূলতাকে জয় করে সহনশীল অর্থনীতি হিসেবে অবস্থান তৈরি করতে বাংলাদেশ যেসব ভবিষ্যৎ কর্মকৌশল গ্রহণ করেছে, বৈশ্বিক পরিমণ্ডলে সেগুলো তুলে ধরা হবে।

সম্মেলনে যোগদানের পাশাপাশি ডিসেম্বর স্পেনের প্রেসিডেন্ট পেড্রো সানহেজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করবেন প্রধানমন্ত্রী। বৈঠকে বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশ তুলে ধরে দেশের জ্বালানি, যোগাযোগ স্বাস্থ্য খাতে স্পেনকে বিনিয়োগের আহ্বান জানাবেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন অংশীদার দেশগুলোর মধ্যে স্পেন অন্যতম এবং বাংলাদেশী পণ্যের চতুর্থ শীর্ষ আমদানিকারক দেশ। বৈঠকের ফলে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরো জোরদার হবে। প্রধানমন্ত্রী একই দিনে ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গেও বৈঠক করবেন। বৈঠকে দ্বিপক্ষীয় ইস্যু, ব্যবসা-বাণিজ্য বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ নিয়ে উভয় নেতার মধ্যে আলোচনা হবে। আগামী ডিসেম্বর প্রধানমন্ত্রী দেশে

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন