আয়কর বিবরণী জমার সময় বাড়ল একদিন

নিজস্ব প্রতিবেদক

আয়কর বিবরণী জমা দেয়ার সময়সীমা একদিন বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৩০ নভেম্বর শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় আয়কর বিবরণী জমা দেয়ার সময়সীমা একদিন বাড়ানো হয়েছে।

এনবিআর সূত্র জানিয়েছে, এরই মধ্যে -সংক্রান্ত নির্দেশনা কর অঞ্চলগুলোয় পাঠিয়েছে এনবিআর। ফলে আগামী ডিসেম্বর পর্যন্ত আয়কর বিবরণী জমা দিতে পারবেন করদাতারা। এনবিআর বলছে, ৩০ নভেম্বর (শনিবার) সরকারি ছুটির দিন হওয়ায় পরদিন ডিসেম্বর রোববার আয়কর বিবরণী জমা নেয়া হবে। নিয়ম অনুযায়ী আগামী ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমা দেয়া যাবে না। তবে উপকর কমিশনারের কাছে সময় বাড়ানোর আবেদন করাসহ জরিমানা দিয়ে রিটার্ন জমা দেয়া যাবে।

এদিকে আয়কর দিবস উপলক্ষে আগামী শনিবার শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এছাড়া প্রতিটি কর অঞ্চল সার্কেল কার্যালয়ে কর মেলার মতো সহায়তা কেন্দ্র স্থাপন করে করদাতাদের আয়কর বিবরণী জমায় সব ধরনের সহায়তা করার উদ্যোগ নেয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন