টাকা বাড়াতেই গেইলের নাটক?

ক্রীড়া প্রতিবেদক

 টি২০ ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় অন্যতম বড় একটি নাম ক্রিস গেইল তাই ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের কেন্দ্রেও থাকেন ক্যারিবিয়ান সুপারস্টার বঙ্গবন্ধু বিপিএলেও সবার আকর্ষণের কেন্দ্রে ছিলেন গেইল যদিও ফ্র্যাঞ্চাইজির বদলে এবারের বিপিএল আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই তবে ড্রাফটে ঠিকই মূল আকর্ষণ ছিল গেইলের নাম যেখানে তার পারিশ্রমিক লাখ ডলার সুযোগ পেয়ে গেইলকে দলেও টেনে নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তবে এবার গেইল অদ্ভুত এক দাবি করেছেন বলেছেন, তিনি জানেনই না কীভাবে তার নাম বিপিএলের ড্রাফটে এল অন্যদিকে গেইলের এমন দাবির পরিপ্রেক্ষিতে বিস্ময় প্রকাশ করেছেন চট্টগ্রামের টিম ডিরেক্টর বোর্ড পরিচালক জালাল ইউনুস পাশাপাশি নিয়ম মেনে গেইলকে ড্রাফটে রাখা হয়েছে বলে জানিয়েছেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজনও

ভারত সফর থেকে নিজেকে সরিয়ে নেয়া গেইল বলেন, ওয়েস্ট ইন্ডিজ আমাকে ওয়ানডে খেলতে বলেছিল কিন্তু খেলছি না নির্বাচকরা চেয়েছিল আমি তরুণদের সঙ্গে খেলি কিন্তু বছর আমি বিরতি নিতে চাই আমি বিগ ব্যাশেও যাচ্ছি না এমনকি বিপিএলে আমার নাম কীভাবে গেল তা- জানি না একটি দলে আমাকে নেয়া হয়েছে এবং আমি জানি না এটা কীভাবে সম্ভব হলো

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন