১০ শতাংশ শেয়ার বিক্রি করল সিটি ফুটবল গ্রুপ

আমেরিকান ইকুইটি ফার্ম সিলভার লেকের কাছে ১০ শতাংশ শেয়ার বিক্রি করল ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানচেস্টার সিটির মালিক সিটি ফুটবল গ্রুপ (সিএফজি) ১০ শতাংশ শেয়ার কিনতে কোম্পানিটির খরচ পড়ছে ৫০ কোটি ডলার বা ৩৮ কোটি ৯০ লাখ পাউন্ড সিএফজি বুধবার ঘোষণা দেয়

গত শনিবার সিএফজির সঙ্গে সিলভার লেকের চুক্তি স্বাক্ষরিত হয়, যেদিন ইতিহাদে বসে চেলসির বিপক্ষে ম্যানসিটির জয় দেখেন সিলভার লেকের ম্যানেজিং পার্টনার এগোন দুরবান দ্য ফিন্যান্সিয়াল টাইমসের মতে, চুক্তির পর সিএফজির মূল্যমান দাঁড়াল ৪৮০ কোটি ডলার (৩৭৩ কোটি পাউন্ড) এবং এর মধ্য দিয়ে সিএফজি বিশ্বের অন্যতম দামি ক্রীড়া কোম্পানিতে পরিণত হলো উল্লেখ্য, এই মূল্য ম্যানচেস্টার ইউনাইটেডের (৩৮১ কোটি ডলার) চেয়ে অন্তত ১০০ কোটি ডলার বেশি গত জুলাইয়ে ম্যানইউর ৩৮১ কোটি ডলার মূল্যমানের কথা জানায় ফোর্বস ওই সময় ম্যানসিটির মূল্য বলা হয় ২৬৯ কোটি ডলার এবং ৫০০ কোটি ডলার নিয়ে সবচেয়ে মূল্যবান ছিল ডালাস কাউবয়েজ সেপ্টেম্বরে ডালাস কাউবয়েজের মূল্য বেড়ে ৫৫০ কোটি ডলার হয়েছে

সিলভার লেকের কাছে ১০ শতাংশ শেয়ার বিক্রি করা হলেও এখনো সিএফজির সিংহভাগ শেয়ারের মালিক রয়ে গেছেন শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ান, যিনি সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী তার হাতে রয়েছে ৭৭ শতাংশ শেয়ার এছাড়া ১২ শতাংশ শেয়ারের মালিক এক চীনা কনসোর্টিয়াম ২০১৫ সালে ৪০ কোটি ডলারে ১২ শতাংশ শেয়ার কিনে নেয় চায়না মিডিয়া ক্যাপিটালের নেতৃত্বাধীন কনসোর্টিয়ামটি সিলভার লেক ১০ শতাংশ শেয়ার কিনেছে মনসুরের অংশ থেকে 

এরই মধ্যে প্রযুক্তি খাতে স্কাইপির মতো কোম্পানিতে বিনিয়োগ করেছে সিলভার লেক এবার তারা নাম লেখাল ফুটবলে অবশ্য ম্যানসিটির জায়গায় চেলসিও থাকতে পারত, কেননা চেলসির পক্ষ থেকেই তাদের প্রস্তাব দেয়া হয়েছিল যদিও দুই পক্ষের মধ্যে নিয়ে সমঝোতা হয়নি বলেই চুক্তি আলোর মুখ দেখেনি

সিএফজির চেয়ারম্যান খালদুন আল মুবারক চুক্তি স্বাক্ষরের পর বলেন, প্রযুক্তি খাতে বিনিয়োগে বিশ্বে শীর্ষ নাম সিলভার লেক এবার সিএফজিতে বিনিয়োগ করছে বলে আমরা আনন্দিত এটা আমাদের প্রকল্পকে আরো এগিয়ে নেয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বলে মনে করি বিনোদন, খেলাধুলা প্রযুক্তির প্রসারে সিলভার লেক আমাদের ভাবনার মধ্যে সমকেন্দ্রিকতা রয়েছে আশা করি, আমাদের যুগলবন্দি বিশ্বব্যাপী নতুন দিগন্ত খুলে দেবে এবং রাজস্ব আহরণের সুযোগ তৈরি

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন