১১ দফা দাবিতে খুলনায় পাটকল শ্রমিকদের প্রতীকী অনশন

বণিক বার্তা অনলাইন

বকেয়া মজুরি পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি শুরু করেছেন খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত্ব ৯টি পাটকলের শ্রমিকরা।

আজ বুধবার (২৭ নভেম্বর) সকাল ৮টা থেকে নিজেদের কাজ বন্ধ করে স্ব স্ব মিল গেটে এই অনশন করেছে শ্রমিকরা। এ কর্মসূচি চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এসময় শ্রমিক নেতারা বলেন, খুলনা অঞ্চলের ৯টি পাটকলের প্রায় ৩০ হাজার শ্রমিকের ৮ থেকে ১২ সপ্তাহের মজুরি বকেয়া রয়েছে। এছাড়া সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারীর ২ থেকে ৪ মাসের বেতন বকেয়া রয়েছে। এর ফলে শ্রমিক-কর্মচারীরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছেন।

তারা বলেন, একাধিকবার আশ্বাস দেওয়ার পরও বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) এখনও পাটকল শ্রমিকদের মজুরি কমিশন কার্যকর করেনি।  একই দাবিতে আগামী ৩ ডিসেম্বর পাটকলে ধর্মঘট এবং ১০ ডিসেম্বর সকাল ৮টা থেকে শ্রমিকদের পরিবার পরিজন নিয়ে স্ব-স্ব মিল গেটে আমরণ গণঅনশনের কর্মসূচি রয়েছে।





এই বিভাগের আরও খবর

আরও পড়ুন