কবি রবিউল হুসাইনের জীবনাবসান

নিজস্ব প্রতিবেদক

একুশে পদকপ্রাপ্ত কবি স্থপতি রবিউল হুসাইন আর নেই। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে  চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন) তার বয়স হয়েছিল ৭৬ বছর।

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক রবিউল হুসাইনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে হাসপাতাল থেকে রবিউল হুসাইনের মরদেহ বাসায় নেয়া হয়েছে। এখান থেকে বারডেমের হিমঘরে রাখা হবে। ওনার বড় বোন লন্ডন থেকে আসার পর রবিউল হুসাইনের মরদেহ আজ সকাল ১০টায় বাংলা একাডেমি, সাড়ে ১০টায় শহীদ মিনারে নেয়া হবে। জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজার পর মরদেহ মুক্তিযুদ্ধ জাদুঘর স্থপতি ইনস্টিটিউটে নেয়া হবে। বিকালে তার মরদেহ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন